শিরোনাম
◈ আদালত চত্বরে শাজাহান খান ও সোবহানকে ফুলের মালা পরিয়ে দিয়ে মুক্তির দাবিতে স্লোগান দেন কর্মীরা ◈ সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার সময় বাড়ল ◈ শুরু হয়েছে আইপিএল নিলাম: প্রথম খেলোয়াড়ের দাম উঠল ১৮ কোটি ◈ নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করলো জাতীয় নাগরিক কমিটি ◈ অন্য কোনো দেশে আশ্রয় না পেলে কী করতে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যা বললেন ব্যাটারিচালিত রিকশা ইস্যুতে ◈ সবার সহযোগিতা নিয়ে আমরা এই জাতিকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি ◈ নয়াদিল্লি ও লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার নিয়োগ ◈ বান্দরবানের গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহত ◈ বিদ্যুৎ-জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক সংস্থা নিয়োগের সুপারিশ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৪, ০১:১৬ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৪, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেল্টা ভিগোয় হোঁচট খেলো বার্সেলোনা, আহত কোচ

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছিলো। এবার আরেক দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোকেও হারাতে পারেনি। ড্র করে হারিয়েছে পয়েন্ট। দলের এমন পারফরম্যান্স মানতে পারছেন না কোচ হেনসি ফ্লিক।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা। অথচ ৮৪ মিনিট পর্যন্ত ম্যাচে তারা এগিয়েছিলো ২-০ গোলে। ৮২ মিনিটে মার্কো কাসাডো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। পরে ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল হজম করে হোঁচট খায় দলটি।

ম্যাচ শেষে চরম হতাশ হেনসি ফ্লিক কোনভাবেই মানতে পারছেন না এমন ফল,  এটা সত্যিই খুব বাজে ম্যাচ ছিলো। আমরা যা চাই এটা মোটেও তেমন নয়। এটা আমাদের স্বাভাবিক ফুটবল নয়।

এক বছর পর প্রথম একাদশে জায়গা পাওয়া মিডফিল্ডার গাবি দায় দিচ্ছেন লাল কার্ডকে, খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিলো, কিন্তু লাল কার্ড প্রভাব ফেলেছে। তারা দুইটা মুভ থেকে দুইটা গোল করেছে। আমাদের এর থেকে শিখতে হবে।

এদিন খেলার ১৫ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই জেতার দিকে যাচ্ছিলো তারা। তবে ৮০ মিনিটের পর এক ঝড়ে বদলে যায় সব কিছু।

১০ জনের বার্সার জালে ৮৪ মিনিটে গোল দেন আলফানসো গুঞ্জেলাজ, ৮৬ মিনিটে সমতা আনেন হুগো আলভারেজ।

শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলাটিকো মাদ্রিদ। তাদের থেকে দুই ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ২৭ পয়েন্ট নিয়ে তিনে। তবে রিয়াল পরের দুই ম্যাচ জিতে বার্সার বেশ কাছে চলে আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়