স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আবুধাবি টি-টেন লিগে ব্যাটে-বলে জ্বলে উঠলেন। এর পরেও হারের বৃত্ত থেকে বের হতে পারলো না বাংলা টাইগার্স। টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়লো তারা।
শনিবার (২৩ নভেম্বর) শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ভুগতে থাকে দলটি ৮ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করে। জবাবে নিউইয়র্ক স্ট্রাইকার্স ৭ উইকেট ও ২৪ বল হাতে রেখেই কাক্সিক্ষত জয় তুলে নেয়।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলা টাইগার্স শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ভুগতে থাকে। মাত্র ১০ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। হজরতুল্লাহ জাজাই ৮ রান করে ট্রপলির বলে বোল্ড হয়ে ফিরেন। আফগান রিক্রুট মোহাম্মদ শেহজাদ করেন ১ রান। এরপর দানুস শানাকা ও ইফতেখার আহমেদ দলের হাল ধরার চেষ্টা করলেও ২১ রানের জুটি ছাড়া আর কিছুই করতে পারেনি তারা। একই ওভারে ইফতেখার (৩) ও লিভিংস্টোনের বিদায়ে আবার বিপর্যয়ে পড়ে বাংলা টাইগার্স।
এরপর সাকিব আল হাসান পঞ্চম উইকেটে শানাকাকে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালান। তবে শানাকা ২২ রান করে আউট হলেও এক প্রান্ত ধরে লড়াই করেন সাকিব। কিন্তু ৮ম উইকেট হিসেবে সাকিব বিদায় নেন। তার আগে ১২ বলে ১ ছক্কা ও সমান চারে ১৯ রান সংগ্রহ করেন নাম্বার সেভেনটি ফাইভ।
বাংলা টাইগার্সের লক্ষ্য তাড়ায় নেমে ডেওয়াল্ড ব্রেভিস ও ডোনোভান ফেরেইরার ব্যাটে সহজ জয় তুলে নেয় নিউইয়র্ক। এক ওভার বল করে ১ রান খরচায় ২ উইকেট শিকার করেন সাকিব। তার বলে আশা জাগালেও অন্য বোলারদের ব্যর্থতায় টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে বাংলা টাইগার্স।
আপনার মতামত লিখুন :