নিজস্ব প্রতিবেদক: নাইম শেখ ঢাকা মেট্রোকে অনেক দূর এগিয়ে দিলেন। দুর্দান্ত পারফরম করছেন এই ব্যাটার। তিনি শতক হাকিয়েছেন। এরপর দেড়শো পেরিয়েছেন। এখনো অপরাজিত নাইম শেখ। তার উপর ভর করেই কক্সবাজারে রংপুর বিভাগের বিপক্ষে শক্ত অবস্থানে ঢাকা মেট্রো।
টস জিতে আগে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো প্রথম দিন শেষ করেছে ২ উইকেটে ২৭৬ রান তুলে। নাইম অপরাজিত আছেন ১৫৩ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন ১৬ রান করা মার্শাল আইয়ুব। আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে নাইম শেখ ও আনিসুল ইসলাম ইমন যোগ করে ৫৫ রান। ৪০ বলে ২৪ রান করে আউট হন আনিসুল। এরপর গাজী তাহজিবুল ইসলামকে নিয়ে ১৯৮ রানের জুটি গড়েন নাইম শেখ।
তাদের এই জুটি ভাঙে আরিফুল হকের বলে তাহজিবুল আউট হলে। ১৯০ বলে ৪ চার ২ ছক্কায় ৭৩ রানের ইনিংসটি সাজিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তাহজিবুল সেঞ্চুরি মিস করলেও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন নাইম। শুধু সেঞ্চুরিতেই থামেননি, ১৫০ পেরিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। মার্শাল আইয়ুবকে নিয়ে দিন শেষ করার আগে তার নামের পাশে ২২২ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৫৩ রান।