শিরোনাম
◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা ◈ ‘দেখি বাসে আগুন জ্বলছে, আমরা কয়েকজন মিলে পোড়া মরদেহ নিচে নামাই’ ◈ বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চল ৩ বছরে দুই-তৃতীয়াংশ বৃদ্ধি ◈ জাতীয় ক্রিকেট লিগ, নাইম শেখের দাপুটে ইনিংসে  ঢাকা মেট্রোর দারুণ শুরু ◈ টেস্ট ক্রিকেটে জয়সোয়ালের ছক্কার রেকর্ড ◈ জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ১১ ডিসেম্বর শুরু

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল্যান্ডস ও স্পেনের ম্যাচ দিয়ে শুরু হবে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেখান থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ৮টি দল। দলগুলো হলো- পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। এর মধ্যে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে পা রাখে। 

শুক্রবার (২২ নভেম্বর) সুইজারল্যান্ডের জুরিখে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই লেগের প্রথম ম্যাচটি হবে আগামী বছরের ২০ মার্চ আর দ্বিতীয় লেগ হবে ২৩ মার্চ। ড্র হয়েছে প্লে-অফেরও।

গত বছর ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শিরোপা জয়ী স্পেন কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডসকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডেনমার্ককে, ইতালির প্রতিপক্ষ জার্মানি এবং ক্রোয়েশিয়া খেলবে ফ্রান্সের বিপক্ষে।

নেদারল্যান্ডস-স্পেনের ম্যাচটি হবে প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-ফ্রান্স। কোয়ার্টারের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ডেনমার্ক-পর্তুগাল। চতুর্থ ম্যাচে ইতালির প্রতিপক্ষ জার্মানি। কোয়ার্টারে দুই লেগ শেষে জয়ী দল সেমিফাইনালে যাবে। জুনের প্রথম সপ্তাহে অর্থাৎ লিগ মৌসুম শেষে নেশনস লিগের সেমিফাইনাল ও ফাইনাল মাঠে গড়াবে।  

নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আট দলকে দুটি পটে রাখা হয়। এর মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও স্পেনকে রাখা হয় পট ওয়ানে। রানার্সআপ নেদারল্যান্ডস, ইতালি, ক্রোয়েশিয়া ও ডেনমার্ককে রাখা হয় পট টুতে। প্রথমে পট টু থেকে একটি করে দলের নাম তোলা হয়। পরে পট ওয়ান থেকে নাম তুলে ড্র নির্ধারণ করা হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়