স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো অনিশ্চয়তার ঘেরাটোপে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে। নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে পাকিস্তানে যেতে অনীহা দেখিয়েছে ভারত। সবশেষ এশিয়া কাপেও একই কারণ দেখিয়ে শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট খেলেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।
নিজেরা তো যাচ্ছেই না পাশাপাশি পাকিস্তানে না যেতে অন্য ৬ দেশের ক্রিকেট বোর্ডকে লোভনীয় প্রস্তাব দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ক’দিন আগে এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এমন টালবাহানায় চটেছেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মনে করেন, আইসিসির উচিত ভারত ও পাকিস্তানের কাছ থেকে টুর্নামেন্টের হোস্টিং রাইটস কেড়ে নেয়া উচিত।- ক্রিকফ্রেঞ্জি
২০২৪-৩১ চক্রে মাত্র একটি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব পেয়েছে পাকিস্তান। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে তাদের মাটিতে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। ২০২৬ সালে শ্রীলঙ্কার সাথে মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। এই চক্রের দ্বিতীয় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ভারত। ২০২৯ সালে একাই টুর্নামেন্টটি আয়োজন করবে তারা। পরবর্তীতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বিসিসিআই।
দুই দেশের রাজনৈতিক সমস্যা না মিটলে সবগুলো টুর্নামেন্টের স্বত্ব কেড়ে নিতে বলছেন রশিদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইসিসির প্রতি আমার পরামর্শ হলো ২০২৪-৩১ চক্রে ভারত ও পাকিস্তানকে যে কয়েকটা বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক স্বত্ব দেয়া হয়েছে সেগুলো কেড়ে নেয়া। দুই দেশের বোর্ডকে আইসিসির এটা বলা উচিত যে তোমরা আগে নিজেদের মাঝে সমস্যা সমাধান করো তারপর তোমাদের টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব দেবো।
তিনি আরও যোগ করেন, আমার মনে হয় পাকিস্তান দুটি আইসিসির টুর্নামেন্ট আয়োজন করবে। একই সময়ে ভারত চার-পাঁচটি টুর্নামেন্ট আয়োজন করবে। এই দুই দল যদি একে অন্যের দেশে গিয়ে খেলতে না চায় তাহলে তাদের কাছ থেকে আয়োজক স্বত্ব কেড়ে নাও। আইসিসির প্রতি আমার একটাই পরামর্শ থাকবে ওদের আয়োজক স্বত্ব কেড়ে নেয়া উচিত।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যেতে রাজী না হওয়ায় আলোচনায় উঠে এসেছে হাইব্রিড মডেল। ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শেষ পর্যন্ত বিসিসিআইকে রাজী না করানো গেলে দুবাইয়ে হতে পারে কোহলিদের ম্যাচ। এমনকি সাউথ আফ্রিকায় সরিয়ে নেয়ার গুঞ্জন আছে ৫০ ওভারের টুর্নামেন্টটি। যদিও নিজেদের মাটিতে পুরো টুর্নামেন্ট আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ পিসিবি। রশিদ নিজেও হাইব্রিড মডেলের সুযোগ দেখেন না।
এ প্রসঙ্গে রশিদ বলেন, পিসিবি একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। আইসিসিও তাদের আয়োজনের স্বত্ব দিয়েছে। বিসিসিআই তখন রাজী হয়েছিল। এখানে হাইব্রিড মডেলের কোন সুযোগ নেই। সবকিছু আইসিসির নিয়ম অনুযায়ীই হওয়া উচিত। এটার তো লিগ্যাল ডকুমেন্ট আছে, তাদের এটা অনুসরণ করা উচিত। চুক্তির কোথাও হাইব্রিড মডেল নিয়ে কিছু নেই। দ্বিপাক্ষিক সিরিজ এবং এসিসির টুর্নামেন্টকে চ্যাম্পিয়নস ট্রফির সাথে মিশিও না। ৮ বছরের চক্রে এই টুর্নামেন্টের আয়োজক স্বত্ব চুক্তি হয়েছে।
আপনার মতামত লিখুন :