শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০৪:০৪ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির বিবৃতি, মাঠে মারামারি করায় ৮ ক্রিকেটারকে নিষিদ্ধ 

এল আর বাদল : কয়েকদিন আগে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের একটি ম্যাচে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই থেকেই এই ইস্যু নিয়ে তোলপাড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে এলো শাস্তির ঘোষণাও।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আট ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ও জরিমানা করেছে বিসিবি। শুক্রবার (২২ নভেম্বর) বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিবৃতি সম্বলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

তারা বিসিবির আচরণবিধির ২ দশমিক ১৯ ধারা ভঙ্গ করে এই শাস্তি পেলেন। এ নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরে শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা হোক যে বোর্ড কঠোরভাবে আচরণবিধি লঙ্ঘন মোকাবেলা করবে।

ঘটনা গত ১৮ নভেম্বরের। পুবেরগাঁও ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠানে (পিকেএসপি)  তেজগাঁও ক্রিকেট একাডেমি এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মধ্যকার সুপার লিগের ম্যাচে ঝগড়া, মারামারি, হাতাহাতিতে জড়ায় ক্রিকেটার ও কর্মকর্তারা।

সে ঘটনায় নিষিদ্ধ হলেন তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, মোহাম্মাদ রিফাত, ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়কে এক বছরের নিষেধাজ্ঞা এবং কমপক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়