শিরোনাম
◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ ◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায়? রাজনীতিতে আলোচনায় ‘মাইনাস টু-মাইনাস ফোর’ ◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ১১:২৪ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুঃসহ স্মৃতি নিয়ে বাংলাদেশ রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা খুব একটা সুখকর নয়। এক কথায় ছন্দে নেই টাইগাররা। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতার পর আর হালে পায়নি বাংলাদেশের ক্রিকেট। এবার তাদের মিশন ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের জন্যই বছরের শেষ সিরিজও। এমন পরিস্থিতিতে শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

স্বাগতিকদের বিরুদ্ধে লড়াই করতে যতটুকু শক্তি প্রেেয়াজন, তা নেই নেই বাংলাদেশ দলে। এই অবস্থায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। ইনজুরির কারণে খেলছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম, অপরদিকে চোটের কারণে উইন্ডিজ দলে নেই জেসন হোল্ডার। হোল্ডার না থাকলেও ঘরের মাঠে সবদিক থেকেই বেশ এগিয়ে ক্যারাবিয়ানরা।

অপরদিকে, অ্যান্টিগা বাংলাদেশের জন্য যেন এক বিভীষিকা। এই ভেন্যুতে ২০১৮ সালে মাত্র ৪৩ রানে অলআউট হওয়ার দুঃস্মৃতি আছে টাইগারদের। একই মাঠে খেলা সবশেষ টেস্টে ২০২২ সালে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। যেখানে দুই ইনিংসে ১০৩ ও ২৪৫ রানেই অলআউট হয় টাইগাররা।

ইনজুরির কারণে দলে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে দলে ফেরা পেসার শরীফুল ইসলাম অ্যান্টিগার উইকেটে হতে পারেন বেশ কার্যকর। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে। কন্ডিশন বিবেচনায় দুই দলের একাদশেই থাকতে পারে তিন পেসার।

সাকিব, তামিম, মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া প্রথমবার ক্যারিবীয় সফরে টাইগাররা। যদিও তারুণ্যনির্ভর দল নিয়ে বেশ আশাবাদী নবনিযুক্ত সহকারী কোচ সালাউদ্দিন। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে ১০ টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মাঝে মাত্র ২টিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। বাকি তারা হেরেছে ৮টিতে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়