শিরোনাম
◈ বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে : ড. ইউনূস ◈ শেখ হাসিনা শুধু ভারতে আশ্রয়ই নেননি, নানা সমস্যার সৃষ্টি করছেন: ড. মুহাম্মদ ইউনূস ◈ বিচারের পর আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস ◈ পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও) ◈ পুলিশের ৫৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ◈ অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড দেউলিয়া ঘোষণা : বাংলাদেশে হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে ◈ আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত ◈ কপ২৯ এ অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ◈ ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল(ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা, অধিনায়ক তামিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। দরকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। এছাড়াও চারজনকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে বিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে দেশ ছাড়বে যুবারা। সেখানে তারা ক্যাম্প করবে। টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভারত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি অনুযায়ী, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে দুই দল খেলবে ফাইনালে।
টুর্নামেন্টের 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো- শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

২৯ নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর।

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসরের উদ্বোধনী দিনেই, আফগানদের বিপক্ষে। এরপর নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ স্কোয়াড: জাওয়াদ আবরার, মোহাম্মদ রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম, সামিউন বাশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুল ইসলাম বরেন্য ও সাদ ইসলাম রাজিন।
স্ট্যান্ডবাই: কালাম সিদ্দিকী আলিন, শাহরিয়ার আইমির, ইয়াসির আরাফাত ও সানজিত মজুমদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়