ক্রীড়া ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের তৃতীয় বিভাগের খেলায় গত সোমবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ঐদিন তেজগাঁও ক্রিকেট একাডেমি বনাম সাফায়ার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে মারামারির ঘটনা ঘটে। পরে সিসি টিভির ফুটেজে দেখা যায়, তেজগাঁওয়ের ব্যাটারের সঙ্গে সাফায়ারের ফিল্ডারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় করতে করতে হঠাৎ তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। যা এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে। যা প্রকাশ্যে আশার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা।
এসময় বিসিবির নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে। যদিও এ ঘটনাটি পরে পাঠানো হয় টেকনিক্যাল কমিটির কাছে। ভিডিও ফুটেজ দেখে তারা শাস্তির সুপারিশ করে।
এ বিষয়ে গতকাল সিসিডিএমের সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'তৃতীয় বিভাগের খেলায় মাঠের মধ্যে যেভাবে মারামারি হয়েছে, আমার বয়সে এটা আমি দেখিনি। শাস্তি তো হতেই হবে। এটা বড় ধরনের অপরাধ। লেভেল চার পার করেছে এই ঘটনা।'
সুত্র : ইত্তেফাক
আপনার মতামত লিখুন :