শিরোনাম
◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ১০:১৮ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দুই ড্র কোনো ব্যাপার নয়, খেলায় ব্রাজিলের  উন্নতি হয়েছে: কোচ দরিভাল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে আগের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ড্র করেছিল ব্রাজিল। এবার চলতি বছরে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট তালিকাতেও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। আর দলের এমন পারফরম্যান্সের পরেও নিজেদের অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন কোচ দরিভাল জুনিয়র। অলআউট স্পোর্টস

বুধবার (২০ নভেম্বর) সকালে ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ৫৫তম মিনিটে ফেদে ভেলভার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এর মিনিট সাতেক পর স্বাগতিকদের সমতায় ফেরান মিডফিল্ডার গেরসন।
চলতি বছর জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। প্রথম থেকেই বলে আসছেন তার দল একটি পরিবর্তনশীল প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে। উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পরেও একই কথা বললেন। ৬২ বছর বয়সী এই কোচের দাবি, তার দল বছরজুড়ে যথেষ্ট উন্নতি করেছে।

যদিও মানুষ এটা দেখতে না চায়, তবুও বলব আমাদের কাজ হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা যা করছি তা ফলগুলোর কারণে ঢাকা পড়ে যাচ্ছে। আমাদের চলার পথ নিয়ে আমার আত্মবিশ্বাস আছে। আমি বিশ্বাস করি, যখন আমাদের সবচেয়ে বেশি দরকার পড়বে তখন ফলগুলোর উন্নতি হবে।

এ নিয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ১২ ম্যাচের মধ্যে ৪টিতে ড্র করল ব্রাজিল। ৫ জয় ও ৩ হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নম্বরে আছে তারা। এই ম্যাচ জিতলে তাদের সামনে সুযোগ ছিল পয়েন্ট তালিকার দুইয়ে থেকে বছর শেষ করার। ভাগ্যের সহায়তা না থাকায় এমনটি হয়নি বলে মনে করছেন দরিভাল।

ক্লাবগুলোয় আমার পুরো জীবনে আমি এভাবেই পার করেছি। তারা বিশ্বাস করেছে, আস্থা রেখেছে এবং আমি সবসময় ফল দেখিয়েছি। ভাগ্যের আরেকটু সহায়তায় আরেকটি গোল পেলে আমরা দ্বিতীয় স্থানে থেকে বছরটা শেষ করতে পারতাম।

দলের প্রতি সমর্থকদের আস্থা রাখার আহ্বান জানিয়ে ব্রাজিল কোচ বলেন, আমরা ফল অর্জনের খুব কাছে আছি। তবে আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং আদর্শ একটি দল খুঁজে পেতে হবে, যারা সমর্থকদের আরও আত্মবিশ্বাসী হবে উদ্বুদ্ধ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়