শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৪, ১০:৫০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাই, পেরুর বিরুদ্ধে কষ্টের জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: নিজেদের মাটিতে দোর্দ- প্রতাপে খেলেছে আর্জেন্টিনা। সে তুলনায় গোল করতে পারেনি স্বাগতিকরা। পেরুও তাদের সেরাটা দিয়ে লড়েছে। গোলেরও একাধিক সুযোগ পেয়েছে তারা। কিন্তু পোস্টে অবিচল মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি। অনেক কষ্টে হলেও একমাত্র গোলে ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। 

এক কথায় এল বোম্বান্বেরা স্টেডিয়ামে বছরের শেষ ম্যাচটা জয় দিয়েই রাঙাল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে কনমেবল অঞ্চলের শীর্ষে আর্জেন্টিনা। ম্যাসির অ্যাসিস্টে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

ম্যাচের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। একাধিক ইনজুরি সমস্যা নিয়েই মাঠের লড়াইয়ে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঝমাঠ আর আক্রমণভাগে আলবিসেলেস্তারা পুরো শক্তি পেলেও তা বার বারই কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিল স্কালোনি শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে আতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজের শট পরে ফিরে আসে বারে লেগে। পুরো ৪৫ মিনিটে আক্রমণে ভীতি ছড়িয়েছে ঠিকই কিন্তু কোনো গোলের দেখা পাইনি আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে, ৭৬ শতাংশ সময় বল পায়ে রাখলেও, গোলমুখে শট ছিল একটি। আর অন্তত গোটা ছয়েক শট তারা নিলেও সবই ছিল অফ-টার্গেট। 

তবে প্রতিপক্ষ পেরুর গোলমুখে কার্যকরী শট একটাই নিতে পেরেছিল আর্জেন্টিনা। সেই খরা কাটল দ্বিতীয়ার্ধে এসে। ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক গোল। তাতেই ডেডলক ভাঙলো আর্জেন্টিনার। ৫৫ মিনিটের সেই গোলেই বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে জয় পেল আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়