স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ম্যাচ পরিচালনা করতে গিয়ে বলের আঘাতে চেহারাই বদলে গেলো অস্ট্রেলিয়ার টনি ডিনোব্রেগার। আপাতত ভর্তি আছেন হাসপাতালে। সম্প্রতি পার্থের চার্লস ভেরিয়ার্ড রিজার্ভে থার্ড গ্রেডের একটি ম্যাচে এমন ঘটনা ঘটলো। ম্যাচে ব্যাটসম্যানের জোরালো শটই ডিনোব্রেগার আহত হওয়ার মূল কারণ।
ওয়েস্ট অস্ট্রেলিয়ান সাবারবান টার্ফ ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশন ফেসবুকে পোস্টে লেখা হয়, ব্যাটারের একটি স্ট্রেট-ড্রাইভে বল গিয়ে লাগে টনির মুখের ডানদিকে। সারারাত হাসপাতালে কাটানোর পর জানা গেছে, তার মুখের কোনো হাড় ভাঙেনি। - ডেইলি ক্রিকেট
যদিও এখনই অস্ত্রোপচারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডাক্তাররা তার শারীরিক পরিস্থিতির ওপর নজর রেখেছেন। ছবিতে দেখা গেছে ডিনোব্রেগারের চোখ, ঠোঁট আঘাতের কারণের কালচে হয়ে রক্ত জমাট বেঁধে আছে।
সাম্প্রতিক বছরগুলোতে আম্পায়ারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে, বিশেষ করে বোলারদের প্রান্তে দাঁড়ানো আম্পায়ারের জন্য। ২০১৪ সালে, ইসরায়েলি আম্পায়ার হিলেল অস্কার একটি ক্লাব ম্যাচে মাথায় আঘাত পাওয়ার পর নিহত হন।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার টেস্ট খেলোয়াড় ফিলিপ হিউজের মৃত্যুর মাত্র দুই দিন পর, যিনি শেফিল্ড শিল্ড ম্যাচের সময় বাউন্সারের আঘাতে মারাত্মক আঘাত পেয়েছিলেন। ২০১৯ সালে, ওয়েলস আম্পায়ার জন উইলিয়ামস শেষ মুহূর্তে রেফারির কাছে সম্মত হওয়া ম্যাচে একটি বল মাথায় আঘাত করার পর মারা যান।
আপনার মতামত লিখুন :