শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ১১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি ও বিশ্বব্যাংক ◈ ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করল তিতুমীরের শিক্ষার্থীরা ◈ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, বেঁকে বসলেন নেতানিয়াহু ◈ হাইকোর্টের সেই তিন বিচারপতির পদত্যাগ ◈ টিসিবি ট্রাকের মাধ্যমে ৪০ টাকা কেজি আলু বিক্রি করবে ◈ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা ◈ ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রীসহ ১০৬ নামে নাশকতার মামলা ◈ আমি মিডিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত ◈ ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের পথে যেসব চ্যালেঞ্জের কথা জানাল টিআইবি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-পেরু মুখোমুখি 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ পর্বে গত ম্যাচে প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছিলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির কয়েকজন সতীর্থ  ইনজুরিতেও পড়েছেন। এবার আলবিসেলেস্তেদের বছরের শেষ ম্যাচের প্রতিপক্ষ পেরু।  

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়নেস এইরেসের লা বোম্বোনেরায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচের জন্য লিওনেল স্কালোনির 'বাজির ঘোড়া' সেই লিওনেল মেসিই। কারণ রক্ষণ ও মাঝমাঠে গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাচ্ছেন না আর্জেন্টাইন কোচ।  লিসান্দ্রো মার্তিনেজ, হেরমান পেসেলা, নিকোলাস গঞ্জালেস, ক্রিস্তিয়ান রোমেরো এবং নাহুয়েল মলিনাকে ছাড়াই খেলতে হবে মেসিদের।  

দলের এত এত খেলোয়াড় না থাকায় শেষ মুহূর্তে গিলিয়ানো সিমিওনেকে ডেকেছেন স্কালোনি। তাকে খেলানো হবে মলিনার জায়গায়। এই তরুণ ফুটবলার আবার স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে। কিন্তু স্কোয়াড ঘোষোণার একদিন পরেই কুতি রোমেরোও ছিটকে যান। তাকে ক্লাবের হয়ে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।
আর্জেন্টিনার আরও বড় দুশ্চিন্তার নাম নিকোলাস তাগলিয়াফিকো। তিনিও ঘাড়ে চোট পেয়েছিলেন। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। ফলে তাকে একাদশে রাখা হবে।  
রক্ষণভাগের অধিকাংশ খেলোয়াড় ছিটকে যাওয়ায় আর্জেন্টিনা দলের টেকনিক্যাল স্টাফরা ফাকুন্দা মেদিনাকে ডেকে এনেছেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা ছিল মারকোস সানেসির। কিন্তু মেদিনা আবার সেন্টার ব্যাক ও লেফট ব্যাক দুই ভ‚মিকাতেই খেলতে পারেন।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়