শিরোনাম
◈ পুলিশের সাবেক ২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল ◈ আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের উদ্যোগ নেবে তারা গণশত্রু: হাসনাত আবদুল্লাহ ◈ বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় কমনওয়েলথ ◈ আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব : আইন উপদেষ্টা ◈ শেখ হাসিনার কাছে জবাব চান, কেন কিছু না বলে পালালেন: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্বল ব্যাংক বন্ধ হবে কিনা, জানালেন অর্থ উপদেষ্টা ◈ মুরাদের হ্যাটট্রিক, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ড্র ◈ পর্তুগালকে রুখে দিলো ক্রোয়েশিয়া, স্পেনের কষ্টার্জিত জয় ◈ পাকিস্তানের রিজওয়ানের গ্লাভস ও জার্সি সিডনির জাদুঘরে ◈ আয়ারল্যান্ডের বিরুদ্ধে পূর্ণ শক্তির বাংলাদেশ নারী দল ঘোষণা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৪, ০১:০৪ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালকে রুখে দিলো ক্রোয়েশিয়া, স্পেনের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক: খেলায় জয় পরাজয় নিম্পত্তি না হলেও ভাগ্যচ্যুত হয়নি পর্তুগাল ও ক্রোয়েশিয়া। দুই দলই ড্র নিয়ে উঠে গেছে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের স্বপ্ন ছিলো ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতেই অবস্থান আরো দৃঢ় করার। কিন্তু তাদের রুখে দিয়ে ক্রোয়েশিয়া শক্তির জানান দিলো। অন্য ম্যাচে অনেক লড়াই করে নেশন্স লিগে টানা পঞ্চম জয় পেয়েছে স্পেন।

পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। তবে পয়েন্ট হারালেও আগেই শেষ আটে জায়গা পাকা করে রেখেছিল গ্রুপ সেরা পর্তুগিজরা। এদিকে, আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে খেলবে স্পেন।

‘এ’ লিগের গ্রুপ ফোর থেকে কোয়ার্টার ফাইনাল গত ম্যাচেই নিশ্চিত হয়েছে। তাইতো ‘বি’ লিগে অবনমিত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে মূল একাদশেরে একাধিক ফুটবলারকে বিশ্রাম দেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথমার্ধে সেরা ফুটবল খেলেতে পারেনি স্প্যানিশরা। তবে ৩২ মিনিটে ঠিকই লিড নেয় দলটি। সুইসরা ডি বক্সে মোরাতাকে ফাউল করায় পেনাল্টি পায় স্পেন। কিন্তু প্রেদ্রির নেয়া স্পটকিক রুখে দেন সুইজারল্যান্ড গোলরক্ষক এমভোগো। তবে ফিরতি আক্রমণ থেকে ঠিকই স্বাগতিকদের লিড এনে দেন ইয়েরিমো পিনো।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সুইসরা। ৬৩ মিনিটে জোয়েল মন্তেইরো নাম তোলেন স্কোরশিটে। তবে ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় স্পেন। ৬৮ মিনিটে গোল করেন বদলি নামা উইঙ্গান ব্রায়ান গিল। ম্যাচের শেষ দিকে দুই দলই পায় পেনাল্টি। প্রথম সুযোগ পায় সুইসরা। স্পটকিক থেকে ৮৫ মিনিটে দ্বিতীয় বার দলকে সমতায় ফেরান স্ট্রাইকার আন্দি জেকিরি। ইনজুরি সময়ে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ব্রায়ান সারাগোসা।

গ্রুপের আরেক ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও সার্বিয়া। দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যেতে জয় প্রয়োজন ছিল সার্বিয়ার। আর ড্র করলেও শেষ আটে যেতো ডেনিশরা। এমন সমীকরণের ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও সার্বিয়া জয় না পাওয়ায় কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ডেনমার্ক।

এ লিগের গ্রুপ ওয়ান এর ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ম্যাচেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগাল ও ক্রোয়েশিয়া। কোনো ঝুঁকি ছাড়া পরের রাউন্ডে যেতে স্বাগতিক ক্রোয়াটদের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। নির্ভার এই ম্যাচে রোনালদো, বার্নাডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ থেকে শুরু করে মূল একাদশের তারকাদের বিশ্রাম দেয় পর্তুগিজ কোচ। তারপরও আধিপত্য দেখিয়ে খেলা দলটি প্রথম লিড নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়