স্পোর্টস ডেস্ক: সমান তিনটি করে ওয়ায়নডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী দল। ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার (১৮ নভেম্বর) রাতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে নিয়মিত মুখদের নিয়েই দল দিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া মাতানো নারী ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা সহ স্ট্যান্ড বাই তালিকায় আছেন ৫ জন।
আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড নারী দল। ২৭ নভেম্বর মিরপুরে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
আপনার মতামত লিখুন :