অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান ২২ বছর পর ওয়ানডে সিরিজ জিতলেও এবার তাদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হতে হলো। তৃতীয় ম্যাচে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের দেওয়া ১১৮ রানের লক্ষ্য ৭ উইকেট ও ৫২ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
হোবার্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ৭ বলে ৯ রান করে শাইবজাদা ফারহান ফিরলেও সফরকারীদের টানছিলেন বাবর। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন হাসিবুল্লাহ খান। তবে হঠাৎ ঘটে ছন্দপতন, ১৯ বলে ৩ বাউন্ডারিতে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন হাসিবুল্লাহ। একটু পরেই তাকে অনুসরণ করেন উসমান খান।
সালমান আলী আগা পারেননি তেমন কিছু করতে। ৯ বলে ১ রান করে হার্ডির বলে এলবিডব্লিউ হন তিনি। এক প্রান্তে দারুন ব্যাটিং করতে থাকা বাবরকে থামান অ্যাডাম জাম্পা। অজি স্পিনারের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ৪ বাউন্ডারিতে ৪১ রান করেন বাবর। - ডেইলি ক্রিকেট
শেষ দিকে পাকিস্তানের হয়ে ঝড় তুলতে পারেনি কেউ। শাহিন খেলেন ১০ বলে ১৬ রানের ক্যামিও। ১৮.১ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান তোলে ১১৭ রান। অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন অ্যারন হার্ডি। দুটি করে উইকেট শিকার করেছেন স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা।
রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৩০ রানের মধ্যেই দুই ওপেনার ম্যাথু শর্ট ও জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের উইকেট হারায় তারা। তবে স্বাগতিকদের বিপদে পড়তে দেননি জস ইংলিস ও মার্কাস স্টয়নিস। এক প্রান্তে ইংলিস দায়িত্বশীল ব্যাটিং করলেও অন্যপ্রান্তে পাকিস্তানি বোলারদের ওপর ঝড় তুলেছিলেন স্টয়নিস।
২৪ বলে ২৭ রান করে ফেরেন ইংলিস। তবে অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন স্টয়নিস। ২৩ বলে ফিফটি পূর্ণ করা স্টয়নিস যখন অপরাজিত থেকে মাঠ ছাড়েন তখন তার নামের পাশে ২৭ বলে ৬১ রান। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, জাহানাদ খান ও আব্বাস আফ্রিদি।
আপনার মতামত লিখুন :