শিরোনাম
◈ টেনেহিঁচড়ে বের করে দেওয়া হলো ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে ◈ শেখ হাসিনার সঙ্গে ‘ফোনালাপ করা’ সেই যুবলীগ নেতা গ্রেপ্তার ◈ ধর্মীয় সহিংসতার ছোট ঘটনা নিয়ে সম্পূর্ণ অতিরঞ্জিত প্রচার-প্রচারণা চালানো হয়েছে : ড. ইউনূস ◈ শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতি, যে কারনে চলে গেলেন পরীমণি ◈ শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইব: প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ নির্বাচনের আগে শর্ত দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫ ◈ নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন : প্রধান উপদেষ্টা  ◈ বিদেশে পাচার হওয়া ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য সহায়তা দেবে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে শুভমান গিলকে পাচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দল চোটের কবলে পড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট শুরুর আগে এই চোট নিয়ে চিন্তিত ভারতীয় শিবির।  বাঁ হাতের চোটে সিরিজের প্রথম ম্যাচে খেলা অনিশ্চিত শুভমান গিলের। নিজেদের মধ্যে খেলা অনুশীলন ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারতের এই ব্যাটার। তবে চোটের শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গিলের প্রথম টেস্টে না খেলার বিষয়ে কিছু জানায়নি। তবে রোববার এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, গিল প্রথম টেস্ট খেলতে পারবেন না। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।

শনিবার (১৬ নভেম্বর) নিজেদের মধ্যে খেলা তিন দিনের অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন স্লিপে ক্যাচ নিতে গিয়ে চোট পান গিল। পরে এক্স-রে করা হলে বাঁহাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়ে। এর আগের দিন ব্যাটিংয়ের সময় কনুইতে আঘাত পান রাহুল। শনিবার বিশ্রাম নিয়ে রোববার তিনি মাঠে নামেন।

তিন নম্বরে ব্যাট করা গিলের চোট ভারতকে আগামী শুক্রবার পার্থে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ব্যাটিং-অর্ডার নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার সময় স্ত্রীর পাশে থাকতে রোহিত শর্মা ভারতে থেকে যাওয়ায় প্রথম ম্যাচে তার খেলা নিয়ে এখনও অনিশ্চিতা আছে। ফলে ওপেনিংয়ের পাশাপাশি তিন নম্বর পজিশনের ব্যাটার খুঁজতে হবে তাদের।

শেষ পর্যন্ত রোহিত দলের সঙ্গে যোগ না দিলে এই ম্যাচে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে রাহুল অথবা অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ইশ্বরনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়