শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০৪:০২ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নেইমারকে চাই না, এই ক্লাবতো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ করেন মিস। আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য। সম্প্রতি ফিরে দুই ম্যাচ খেলেই আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার।

ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে নেবেন কিনা, এই প্রশ্নের উত্তরে পালমেইরাসের সভাপতি লেইলা করেননি কোনো রাখঢাক। নেইমার পালমেইরাসে যোগ দেবেন না। এই ক্লাব তো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়। আমি এমন কাউকে দলে চাইব, যে অবিলম্বে দলে যোগ দিতে আসবে, আর কোচ চাইলে আগামীকালই খেলতে পারবে।

নেইমার এই দফায় চোট পাওয়ার পর ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে নাকি চিন্তিত আল হিলাল। মেডিকেল টিমের ধারণা, টানা ম্যাচ খেলার মত জায়গায় যেতে আরও সময় লাগবে ব্রাজিল তারকার। সাথে রয়েছে চোটের সম্ভাবনাও। আর এই কারণেই তারা আগামী জানুয়ারিতে তার চুক্তি বাতিলের চিন্তাও করছে।

নেইমারের শৈশবের ক্লাব সান্তোস তাকে বরণ করে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রকাশ্যেই। তবে পালমেইরাস সভাপতি যেন সান্তোসকেও কটাক্ষ করলেন।  বলেন, আমি আমাদের এমন একজন খেলোয়াড়কে দলে টানব না, যে কিনা খেলারই যোগ্য নয়।

উল্লেখ্য, পেশাদার ক্লাব ক্যারিয়ারে নেইমারের শুরুটা নিজ দেশের ক্লাব সান্তোস থেকে শুরু হয়। এরপর ইউরোপে পাড়ি জমান তিনি। খেলেন বার্সেলোনা ও পিএসজিতে। ইউরোপ অধ্যায় শেষ করে নেইমার এখন এশিয়াতে। আল হিলাল ক্লাবের স্কোয়াড মেম্বার তিনি। তবে ইনজুরি যেন বরাবরই নেইমারকে নিজের ছায়ায় ফেলে রেখেছে। নেইমার আর চোট যেন এখন সমার্থক শব্দ। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়