শিরোনাম
◈ বিপ্লবের পর বাংলাদেশ স্থিতিশীল; ড. ইউনূসের উচিত নির্বাচনের সময় নির্ধারণ করা : ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনার ন্যক্কারজনক পতনের কারণ জানালেন কাদের সিদ্দিকী ◈ তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে যা বললেন ব্রিটিশ মন্ত্রী ক্যাথরিন ◈ ‘পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে কনটেইনার ভর্তি পণ্য আসে চট্টগ্রাম বন্দরে , বিষয়টি নিয়ে সমালোচনার কিছু নেই’ ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা(ভিডিও) ◈ ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান ছেলে থেকে মেয়ে হলেন! ◈ বসনিয়াকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে  জার্মানি ◈ ১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা! ◈ আপনারা অঞ্চল নিয়ে ভাববেন না, আমরা দেশ নিয়ে ভাবছি: সমাজকল্যাণ উপদেষ্টা ◈ সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ১১:২৩ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান ছেলে থেকে মেয়ে হলেন!

স্পোর্টস ডেস্ক: ২০০৩ বিশ্বকাপ ফাইনালে খেলা ভারতীয় ক্রিকেট দলের  অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তনের মধ্য দিয়ে মেয়ে হয়েছেন। এরপর তিনি নিজেই নিজের নাম রেখেছেন আনায়া বাঙ্গার। -টাইমস অব ইন্ডিয়া 

আনায়া নিজে বাবার মতোই ক্রিকেটার ছিলেন। তবে লিঙ্গ পরিবর্তনের কারণে তার আর ক্রিকেট খেলা হবে না। তার পোস্টে বলেন, তরুণ বয়স থেকে, ক্রিকেট সবসময় আমার জীবনের একটা অংশ। বড় হওয়ার আগে, আমি আমার বাবাকে দেখেছি, তিনি কীভাবে দেশের হয়ে খেলেছন ও কোচিং করেছেন। আমিও তার রাস্তা অনুসরণ করার স্বপ্ন দেখতাম।

লিঙ্গ পরিবর্তনের কারণে শরীরে অনেক পরিবর্তন এসেছে তার। যার ফলে এখন আর খেলতে নামতে পারেন না তিনি। তিনি লেখেন, ‘আমি কোনোদিন ভাবিনি আমি ক্রিকেটের স্বপ্ন দেখা ছেড়ে দেব। কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবের জন্য। একজন ট্রান্স নারী হিসেবে যিনি হরমোনে চিকিৎসা করিয়েছে, তাতে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি পেশি হারাতে থাকি এবং অ্যাথলিটের ক্ষমতাগুলো যেতে থাকে। আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে সরে যেতে থাকে। যমুনানিউজ

উল্লেখ্য, আনায়া বর্তমানে আছেন ইংল্যান্ডে। ট্রান্স নারীদের জন্য ক্রিকেটের দরজা কিছু দিন আগেই বন্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়