স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা টি-টেন ক্রিকেট লিগের এবারের আসরে দুই বাংলাদেশি ক্রিকেটার খেলবে। ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে গল মারভেলস। প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে লুফে নিয়েছিল তারা। এরপর সৌম্য সরকারও দল পেয়েছেন শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে।
তাকে দলে ভিড়িয়েছে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি হাম্বানটোটা বাংলা টাইগার্স। আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ১০ ওভারের লঙ্কান টুর্নামেন্টের এবারের আসর। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে লঙ্কা টি-টেনের প্রথম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আয়োজকরা। ক্রিকফ্রেঞ্জি
টুর্নামেন্ট মাঠে গড়ানোর প্রথম দিনই মাঠে নামতে চলেছে সৌম্যর দল হাম্বানটোটা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাফনা টাইটান্স। গল মারভেলস এদিন নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে। পরের দিনই মুখোমুখি হতে দেখা যাবে সৌম্য ও সাকিবের দলকে।
এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১৬ ডিসেম্বর আবারও মুখোমুখি হতে দেখা যাবে বাংলা টাইগার্স ও গল মারভেলসকে। এই টুর্নামেন্টের দুটি কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। পরের দিন ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।
বাংলা টাইগার্স- দাসুন শানাকা, ইফতিখার আহমেদ, দুশমান্থ চামিরা, কুশল পেরেরা, রিচার্ড গ্লেসন, হজরতউল্লাহ জাজাই, থারিন্দু রতœায়েকে, ইসুরু উদানা, মোহাম্মদ শাহজাদ, করিম জানাত, ধনঞ্জয়া লক্ষ্মণ, নাথান পেয়ার্স, সৌম্য সরকার, শেভন ড্যানিয়েল, ব্রায়ান বেনেট, সাহান আনাসিঙ্গে, বিজয়কান্ত, চামাথ গোমেজ।
গল মারভেলস- মাহিশ থিকশানা, সাকিব আল হাসান, বিনুরা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, লুক উড, অ্যালেক্স হেলস, জেফরি ভ্যান্ডার্সে, চামিন্দু বিক্রমাসিংহে, জোহর খান, আন্দ্রে ফ্লেচার, সান্দুন উইরাকডি, প্রবাথ জয়াসুরিয়া, ক্যাসরিক উইলিয়ামস, দুমিন্দু সুইমিনা, তাদিওয়ানাশে মারুমানি, সাদিশা রাজাপাকশে।
আপনার মতামত লিখুন :