শিরোনাম
◈ জুলাই বিপ্লবের ১শ' দিন পরও আহতদের চিকিৎসার রোডম্যাপ দিতে পারেনি : উমামা ফাতেমা(ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকার সংবাদপত্র, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করেছে : উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু ◈ এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ : ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন ◈ পুকুর থেকে মাছ চুরি করে কোটিপতি! ◈ কেউ সামরিক ঘাঁটি করতে পারবে না সেন্ট মার্টিনে: রিজওয়ানা হাসান ◈ দেশে চালু করা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট ◈ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজে, অনিশ্চয়তায় ১১ হাজার শিক্ষার্থী ◈ মহিষের বীর্য বিক্রি করে মাসে আয় ৭ লাখ টাকা! ◈ আজিমপুরে দিনেদুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল দুর্বৃত্তরা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঞ্জি ট্রফিতে ইতিহাস, আনশুলের এক ইনিংসে ১০ উইকেট শিকার

স্পোর্টস ডেস্ক: ভারতের পেসার আনশুল কাম্বোজ বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। তিনি রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট শিকার করলেন আনশুল।

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন আনশুল। লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়াম তাকে হতাশ করেনি। প্রথম দুই দিনে আট উইকেট শিকার করা আনশুল আজ (শুক্রবার) কেরালার বাকি দুই উইকেট তুলে নিয়েছেন হরিয়ানার এই পেসার। তাতেই রেকর্ড বুকে ওঠে আনশুলের নাম।

সব মিলিয়ে ৩০.১ ও্যভারে ৪৯ রান দিয়ে ১০ উইকেট শিকার করেন আনশুল। যা হরিয়ানার হয়ে সেরা বোলিং ফিগার। আগের সেরা ছিল জগিন্দর শর্মার। ২০০৪-০৫ মৌসুমে বিদর্ভর বিপক্ষে ২৪ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ পেসার।

আনশুলের আগে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন বাংলার প্রেমাংশু চ্যাটার্জি ও রাজস্থানের প্রদীপ সুন্দরাম। প্রেমাংশু ১৯৫৬-৫৭ ও প্রদীপ ১৯৮৫-৮৬ সালে এই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে আনশুল ভারতের ষষ্ঠ বোলার, যে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছে। সুবাস গুপ্ত, দেবাশীষ মোহান্তি ও অনিল কুম্বলের এই কীর্তি আছে।

পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছিলেন কুম্বলে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ও ইংল্যান্ডের জিম লেকার এই কীর্তি গড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়