শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রঞ্জি ট্রফিতে ইতিহাস, আনশুলের এক ইনিংসে ১০ উইকেট শিকার

স্পোর্টস ডেস্ক: ভারতের পেসার আনশুল কাম্বোজ বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন। তিনি রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট শিকার করলেন আনশুল।

ইতিহাস গড়ার হাতছানি নিয়ে তৃতীয় দিনে মাঠে নেমেছিলেন আনশুল। লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়াম তাকে হতাশ করেনি। প্রথম দুই দিনে আট উইকেট শিকার করা আনশুল আজ (শুক্রবার) কেরালার বাকি দুই উইকেট তুলে নিয়েছেন হরিয়ানার এই পেসার। তাতেই রেকর্ড বুকে ওঠে আনশুলের নাম।

সব মিলিয়ে ৩০.১ ও্যভারে ৪৯ রান দিয়ে ১০ উইকেট শিকার করেন আনশুল। যা হরিয়ানার হয়ে সেরা বোলিং ফিগার। আগের সেরা ছিল জগিন্দর শর্মার। ২০০৪-০৫ মৌসুমে বিদর্ভর বিপক্ষে ২৪ রান দিয়ে ৮ উইকেট শিকার করেছিলেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এ পেসার।

আনশুলের আগে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন বাংলার প্রেমাংশু চ্যাটার্জি ও রাজস্থানের প্রদীপ সুন্দরাম। প্রেমাংশু ১৯৫৬-৫৭ ও প্রদীপ ১৯৮৫-৮৬ সালে এই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে আনশুল ভারতের ষষ্ঠ বোলার, যে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছে। সুবাস গুপ্ত, দেবাশীষ মোহান্তি ও অনিল কুম্বলের এই কীর্তি আছে।

পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দশ উইকেট শিকার করেছিলেন কুম্বলে। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ও ইংল্যান্ডের জিম লেকার এই কীর্তি গড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়