শিরোনাম
◈ অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার ◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের নাম নেই আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে আইসিসির র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকেই ছিলোন। একটা সময় তিন ফরম্যাটেই অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তবে সা¤প্রতিক সময়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তালিকায় নেই সাকিবের নাম। যার কারণে সমর্থকদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাকিব। টেস্টের বিষয়ে এখনো আসেনি আনুষ্ঠানিক সিদ্ধান্ত। তবে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের সাবেক এ অধিনায়কের খেলে যাওয়ার কথা। তারপরও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তালিকায় সাকিবের নাম না দেখতে পেরে অবাক হয়েছেন অনেকেই। -ডেইলি ক্রিকেট

অবশ্য আইসিসি সাকিবের নামটা র‌্যাঙ্কিং থেকে সরিয়েছে নিজেদের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে নাম ওঠে না আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও তাইই ঘটেছে। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর থেকে দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব। 

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ঘটনাবহুল সেই ম্যাচটি ছিল সাকিবের শেষ ম্যাচ। টাইমড আউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। এরপর বিশ্বকাপে আরও একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে ইনজুরির কারণে সাকিব ছিলেন মাঠের বাইরে।

বিশ্বকাপ শেষে ঘরের শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছে। তবে এই তিন সিরিজের একটিতেও ছিলেন না সাকিব। তবে উদ্বেগের কিছু নেই, একটি ম্যাচ খেললেই আবারও র‌্যাঙ্কিংয়ে ঢুকে যাবেন সাকিব। সব কিছু ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন সাকিব। এরপর ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন টাইগার এ অলরাউন্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়