শিরোনাম
◈ অক্সফোর্ড কলেজে শতাব্দীর রীতি: দাস নারীর খুলিতে তৈরি পাত্রে পরিবেশন হতো পানীয়! ◈ বেসরকারি খাতে ঋণের চাহিদা কম: বাণিজ্যিক ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বেড়েছে ◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০২:৩০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঁপড়া যখন ভারত-দক্ষিণ আফ্রিকার ‘মহাশত্রু’

ক্রীড়া ডেস্ক : পিঁপড়ার উৎপাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সাময়িক বন্ধ রাখতে হয়েছে। সেঞ্চুরিয়নে গত রাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। ম্যাচের ফল দেখে নয়। টিভি স্ক্রিনে অথবা মোবাইলে স্ক্রলিং করতে গিয়ে যাঁরা দেখেছেন, পিঁপড়ার কারণে খেলা বন্ধ-তখন হতভম্ব না হয়ে কি থাকা যায়!

আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভার শুরুর আগেই। ইনিংসের প্রথম ওভার আর্শদীপ সিং শেষ করার পর হার্দিক পান্ডিয়া প্রস্তুতি নিচ্ছিলেন পরের ওভার করার। সে সময়ই পোকামাকড়ের আক্রমণ শুরু সেঞ্চুরিয়ন স্টেডিয়ামে। নানা ধরনের কীটপতঙ্গ, পিঁপড়া উড়তে থাকে মাঠে। পোকামাকড়ের উৎপাত যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দিলেন আম্পায়াররা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে লেখা ছিল, ‘উড়ন্ত পিঁপড়ার কারণে খেলা বন্ধ’। পিঁপড়া তাড়াতে মাঠকর্মীদের তখন ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে হয়েছে। ১৯ মিনিট পর ক্রিকেটাররা মাঠে ফিরে আসেন।


পোকামাকড়ের উৎপাতের রাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও ছিল হাইস্কোরিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে। তিলক ভার্মা তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে অপরাজিত থাকেন।


২২০ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৫ উইকেটে ১৪২ রান। ২৫ বলে ৭৮ রান, হাতে ৫ উইকেট-এমন পরিস্থিতিতে ভারতের জয় মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। তখনই মার্কো ইয়ানসেনের তাণ্ডবে ম্যাচের পাল্লা প্রোটিয়াদের দিকে হেলতে শুরু করে। হাতে ৪ উইকেট নিয়ে শেষ ৫ বলে দক্ষিণ আফ্রিকার দরকার হয় ২৪ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে আর্শদীপকে ডিপ কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে ১৬ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ইয়ানসেন।

৪ বলে ২৪ রানের সমীকরণ যখন দক্ষিণ আফ্রিকার সামনে, পরের বলেই ইয়ানসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আর্শদীপ। ভারতকে এই উইকেট নিতে হয়েছে রিভিউর মাধ্যমে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৮ রানে থেমে যায় প্রোটিয়ারা। ১৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইয়ানসেন। ভারতের ১১ রানের জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভার্মা। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামীকাল জোহানেসবার্গে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়