শিরোনাম
◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও) ◈ লাইভে এসে আন্দোলনে গুলিবিদ্ধ জহুর বললেন, মামলা নিয়ে ব্যবসা বন্ধ করুন ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় জামায়াত ◈ দুই দিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম ◈ ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধর করে ভল্টের চাবি ছিনতাই ◈ আর্মি সার্ভিস কোরের ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৪, ০২:৩০ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঁপড়া যখন ভারত-দক্ষিণ আফ্রিকার ‘মহাশত্রু’

ক্রীড়া ডেস্ক : পিঁপড়ার উৎপাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ সাময়িক বন্ধ রাখতে হয়েছে। সেঞ্চুরিয়নে গত রাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। ম্যাচের ফল দেখে নয়। টিভি স্ক্রিনে অথবা মোবাইলে স্ক্রলিং করতে গিয়ে যাঁরা দেখেছেন, পিঁপড়ার কারণে খেলা বন্ধ-তখন হতভম্ব না হয়ে কি থাকা যায়!

আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় ওভার শুরুর আগেই। ইনিংসের প্রথম ওভার আর্শদীপ সিং শেষ করার পর হার্দিক পান্ডিয়া প্রস্তুতি নিচ্ছিলেন পরের ওভার করার। সে সময়ই পোকামাকড়ের আক্রমণ শুরু সেঞ্চুরিয়ন স্টেডিয়ামে। নানা ধরনের কীটপতঙ্গ, পিঁপড়া উড়তে থাকে মাঠে। পোকামাকড়ের উৎপাত যখন অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দিলেন আম্পায়াররা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে লেখা ছিল, ‘উড়ন্ত পিঁপড়ার কারণে খেলা বন্ধ’। পিঁপড়া তাড়াতে মাঠকর্মীদের তখন ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে হয়েছে। ১৯ মিনিট পর ক্রিকেটাররা মাঠে ফিরে আসেন।


পোকামাকড়ের উৎপাতের রাতে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটিও ছিল হাইস্কোরিং। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে। তিলক ভার্মা তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ৫৬ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৭ রান করে অপরাজিত থাকেন।


২২০ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ১৫.৫ ওভারে ৫ উইকেটে ১৪২ রান। ২৫ বলে ৭৮ রান, হাতে ৫ উইকেট-এমন পরিস্থিতিতে ভারতের জয় মনে হচ্ছিল কেবলই সময়ের ব্যাপার। তখনই মার্কো ইয়ানসেনের তাণ্ডবে ম্যাচের পাল্লা প্রোটিয়াদের দিকে হেলতে শুরু করে। হাতে ৪ উইকেট নিয়ে শেষ ৫ বলে দক্ষিণ আফ্রিকার দরকার হয় ২৪ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে আর্শদীপকে ডিপ কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে ১৬ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ইয়ানসেন।

৪ বলে ২৪ রানের সমীকরণ যখন দক্ষিণ আফ্রিকার সামনে, পরের বলেই ইয়ানসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আর্শদীপ। ভারতকে এই উইকেট নিতে হয়েছে রিভিউর মাধ্যমে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২০৮ রানে থেমে যায় প্রোটিয়ারা। ১৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন ইয়ানসেন। ভারতের ১১ রানের জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভার্মা। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামীকাল জোহানেসবার্গে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।

সুত্র : আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়