স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে খেলোয়াড়দের মধ্যে ইনজুরি সমস্যা রয়েছে। তার উপর ৮ গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিজেদের নাম সরিয়ে নিয়েছে। এ অবস্থায় উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে গ্রিস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দল গঠন নিয়ে বেশ সমস্যায় পড়ে যায় ইংল্যান্ড। সবকিছু ছাপিয়ে একটি দল গঠন করেছে কর্তৃপক্ষ। - বিবিসি
দলে ডাক পেলেও চোটের কারণে এবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না বুকায়ো সাকা, কোল পালমার, লেভি কলউইল, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ, ট্রেন্ট-আলেক্সান্ডার আরনল্ড এবং অ্যারন র্যামসডেলকে।
চেলসির বিপক্ষে ম্যাচে সাকা পায়ের চোট পান এবং ডেক্লান রাইসও একটি আঙুলে চোট পান। এছাড়া লিভারপুলের ট্রেন্ট-আলেক্সান্ডার আরনল্ড হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন। যদিও তার চোট ততটা গুরুতর নয় এবং চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে।
এই আটজনের পরিবর্তে ইংল্যান্ড দলে যুক্ত হয়েছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স, টিনো লিভরামেন্টো, জেমস ট্র্যাফোর্ড, জ্যারড বাওয়েন এবং জ্যারেড ব্রান্থওয়েইট।
ইংল্যান্ড স্কোয়াড , গোলরক্ষক - ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), জেমস ট্রাফোর্ড (বার্নলি)।
ডিফেন্ডার - মার্ক গেই (ক্রিস্টাল প্যালেস), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), রিকো লুইস (ম্যানচেস্টার সিটি), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), লুইস হল (নিউক্যাসল), টেলর হারউড-বেলিস (সাউদাম্পটন), জারাড ব্রান্থওয়েট (এভারটন), টিনো লিভ্রামেন্টো (নিউক্যাসল)।
মিডফিল্ডার - কনর গ্যালাঘার (অ্যাটলেটিকো মাদ্রিদ), মরগান গিবস-হোয়াইট (নটিংহ্যাম ফরেস্ট), অ্যাঞ্জেল গোমেস (লিল), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কার্টিস জোন্স (লিভারপুল), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)।
ফরোয়ার্ড- অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), ননি মাদুয়েকে (চেলসি), অলী ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), ডমিনিক সোলাঙ্কে (টটেনহ্যাম), জারড বোয়েন (ওয়েস্ট হ্যাম)।
আপনার মতামত লিখুন :