শিরোনাম
◈ জাতীয় নির্বাচন নির্ভর করছে সংস্কারের গতির ওপর: এএফপিকে ড. ইউনূস ◈ হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান আটক ◈ আসিফ নজরুলকে হেনস্তা: চুপ থাকা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ◈ ‘ইজতেমার নিয়ন্ত্রণ’ নাকি ‘সাদ কান্দালভি’- তাবলীগ সংকটের কারণ আসলে কী ◈  আমরা কিংস পার্টি নই, আমরা কিংস মেকার:  হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার ◈ অনলাইনে আয়কর পরিশোধে ফি বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ প্রায় অর্ধেক মানুষই জানে না তার ডায়াবেটিস ◈ তেজগাঁও থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করলো কাস্টমস ◈ আশা করি নতুন উপদেষ্টাদের কাজ দেখে বিচার করবেন বাংলাদেশের জনগণ : মাহফুজ আলম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। সাত দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর লড়াইয়ের মাধ্যমে এবারের আসর শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে । 

সূচিতে দেখা গেছে, গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। প্রথমদিন দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটাল মুখোমুখি হবে। তবে বিপিএলের ঢাকা পর্ব এবার খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। প্রথম পর্বে ঢাকায় ম্যাচ রাখা হয়েছে চারদিন। অর্থাৎ ৩০, ৩১ ডিসেম্বর ও ২, ৩ জানুয়ারি ঢাকায় আটটি ম্যাচ হবে।

এরপর দ্বিতীয় পর্ব হবে সিলেটে। সেখানে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে। এরপর তৃতীয় পর্বে চট্টগ্রামে যাবে বিপিএল। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শেষ পর্বে ঢাকায় ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাচ হবে। ৭ ফেব্রুয়ারি আসরের ফাইনাল রাখা হয়েছে।

এর আগে ঢাকায় ৩ ফেব্রুয়ারি প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ রাখা হয়েছে। ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। উল্লেখ্য, এবারের বিপিএলে অংশ নেয়া সাত দল হলো- ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়