শিরোনাম
◈ (১৫ নভেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার  ◈ ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেম প্রধান উপদেষ্টা ◈ বার বার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, কারণ এরাওতো আমাদের পরিবারের সদস্য: লন্ডনে জামায়াতের আমীর ◈ স্থানীয়রা আটক করল সাবেক এমপিকে, এরপর যা ঘটল ◈ মায়ের সঙ্গে যাচ্ছিল শিশুটি, হঠাৎ ভেঙে পড়ল দেয়াল(ভিডিও) ◈ তিন দিনের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ১০ ডিসেম্বর বাংলাদেশে আসবে ◈ ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে জবাই করেন পরকীয়া প্রেমিকা রুমা: পুলিশ (ভিডিও) ◈ সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই: উপদেষ্টা নাহিদ (ভিডিও) ◈ ফ্যাসিবাদের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো :  শহীদ আব্দুল্লাহর জানাজায় হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ক্ষমা না চাইলে নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিএল ক্রিকেটে রাজশাহীকে হারালো রংপুর বিভাগ

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের বিরুদ্ধে জিতলো রংপুর। শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জয়ের জন্য ২৬৩ রান তাড়ায় আগের দিনই ৬ উইকেট হারিয়ে বসে রাজশাহী বিভাগ। রংপুর বিভাগের জয় পাওয়াটা শুধুই ছিল সময়ের ব্যাপার। ব্যতিক্রম কিছু হলো না। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের শেষ দিনে ১০১ রানের বড় জয় পেল রংপুর। মোহাম্মদ গোলাম কিবরিয়ার হাফ সেঞ্চুরি কেবল পরাজয়ের ব্যবধানটাই কিছুটা কমাতে পেরেছে।

ছয় উইকেটে ৬২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে রাজশাহী। এসএম মেহরব হাসান ৯ এবং কিবরিয়া ছিলেন ৮ রানে। এ দিন শুরুতেই মেহরবের উইকেট হারায় দলটি। ২৭ বলে নয় রান করা এই ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রবিউল হক। - ক্রিকফ্রেঞ্জি ইনিংসের ৩১ ওভারের মধ্যে দলীয় রানকে একশ পার করেন কিবরিয়া ও সানজামুল হক। অষ্টম উইকেট জুটিতে দলের রানের খাতায় এই দুজন যোগ করেন ৭৩ বলে ৫২ রান। দলীয় ১৪০ রানে ফিরে যান সানজামুল।

রাজশাহীর অধিনায়কর উইকেটটি নেন মোহাম্মদ আবু হাসিম। পরের ওভারে ফিরে যান কিবরিয়াও। রবিউলের বলে ফেরার আগে অবশ্য হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। ৬৫ বলে ৫৬ রানের এই ইনিংসে ছিল দশটি চার ও একটি ছক্কার মার। তারপর দলকে একাই টানেন মোহর শেখ। ১৩ বলে দুটি চার ও একটি ছক্কায় ১৯ রান করেন তিনি। এই ইনিংসে রংপুরের বোলারদের মধ্যে ১৬ রান খরচায় তিন উইকেট নেন আরিফুল হক। দুটি করে উইকেট নেন রবিউল, আব্দুল গাফফার সাকলাইন এবং হাসিম।

এর আগে প্রথম ইনিংসে আরিফুল হকের সেঞ্চুরিতে দশ উইকেটে ১৮৯ রান তোলে রংপুর। ৪৭ রান খরচায় ছয় উইকেট নেন রাজশাহীর সাব্বির হোসেন। জবাবে রাজশাহীও প্রথম ইনিংসে তোলে ১৮৯ রান। বড় কোনও ইনিংস না থাকলেও সাব্বিরের ৪৭ এবং ওয়াসি সিদ্দিকির অপরাজিত ৩৯ রানের কল্যাণে এই সংগ্রহ করে তারা। রংপুরের হয়ে ৩০ রান খরচায় তিন উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

এরপর অধিনায়ক আকবর আলীর ৭৭ এবং তানবির হায়দারের ৪০ রানে ভর করে ২৬২ রানে অলআউট হয় রংপুর। মোহর একাই নেন চার উইকেট। জয়ের জন্য ২৬৩ রানের লক্ষ্য পায় রাজশাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়