শিরোনাম
◈ আজারবাইজান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় ◈ আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ও অসাংবিধানিক ছিল: হাইকোর্ট ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ◈ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ◈ ভারতে এসে প্রেম ও বিয়ে, নাগরিকত্ব চাইলেন বাংলাদেশের নারী ◈ বায়ুদূষণ রোধে বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত ◈ ‘আমি মরে যাইনি, বেঁচে আছি’, লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু ◈ রাজারবাগে বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান ও ক্বিরাত প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১২:০৮ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসি- আর্সেনাল ম্যাচে কেউই জিতেনি

স্পোর্টস ডেস্ক: লড়াই হয়েছে সমানে সমান। এর মধ্যেই গোল করে এগিয়ে যায় আর্সেনাল। তাদের ভাগ্য মন্দ। জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না। নগর প্রতিদ্বন্দ্বী চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানাররা। রোববার (১০ নভেম্বর) রাতে মুখোমুখি হয়েছিল দু’দল। পেদ্রো নেতোর গোলে ১টি পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেলসি।

চেলসি ও লিগে টানা চার ম্যাচে জয়হীন আর্সেনাল শীর্ষ দল লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে চেলসি। এই ম্যাচের আগেই নটিংহাম ফরেস্ট নিউক্যাসলের কাছে হেরে যাওয়ায় ড্র করেই শীর্ষ চারে উঠেছে চেলসি ও আর্সেনাল।

স্টামফোর্ড ব্রিজে মিকেল আরতেতার আর্সেনাল ৬০ মিনিটে এগিয়ে যায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ১১ মিনিট পরে চেলসি সমতায় ফেরে নেতোর গোলে। আগস্টে উলভারহ্যাম্পটন ছেড়ে চেলসিতে যোগ দেয়ার পর নেতো প্রিমিয়ার লিগে প্রথম গোল পেলেন।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কোল পালমারের ২৫ গজি শট গ্লাভসের ছোঁয়ায় বার উঁচিয়ে বাইরে পাঠিয়ে দেন গানার গোলকিপার দাভিদ রায়া। আক্রমণের চেয়ে রক্ষণকাজেই বেশি মনোযোগ দেয়া চেলসি বেশ কয়েকবার পাল্টা আক্রমণে বিপদে ফেলে দিয়েছিল আর্সেনালকে। মেলো গুস্তো ও ননি মাদুয়েকে নষ্ট করেন সুযোগ।

প্রায় আড়াই মাস পর চোট কাটিয়ে কালই প্রথম মাঠে নেমেছেন মার্টিন ওডেগার্ড। তার ফ্রি-কিক থেকে ৩২ মিনিটে গোল করেছিলেন কাই হাভার্টজ। তবে ভিএআরে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ৬০ মিনিটে সেই ওডেগার্ডের থ্রু বল ধরেই গোল পেয়ে যান মার্তিনেল্লি। তবে মাত্র ১১ মিনিট লিড ধরে রাখতে পারে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়