শিরোনাম
◈ সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল ◈ ভোটের রোডম্যাপের দাবি জোরালো হচ্ছে, মাঠে নামছে রাজনৈতিক দলগুলো ◈ হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত ◈ বিশ্বে জলবায়ু সংকট ও সংঘাতে ১২ কোটি শরণার্থী, সতর্ক করল জাতিসংঘ ◈ সোহরাওয়ার্দী উদ্যানেই বইমেলার আয়োজন করা হবে: উপদেষ্টা ফারুকী ◈ পৃথিবীর সুরক্ষায় জন্য ‘শূন্য বর্জ্য ও শূন্য কার্বন’-এর ওপর ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ফাঁসির দড়িতে হাসনাত না, সবার আগে ঝুলবে বিএনপি-জামায়াত: নুর (ভিডিও) ◈ অন্তবর্তী সরকার যত দিন চাইবে, ততদিন সেনাবাহিনী থাকবে : কর্নেল ইন্তেখাব হায়দার খান ◈ গণ-অভ্যুত্থানে আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের মন্ত্রী হতে যাচ্ছেন ইলন মাস্ক !

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১২:০৮ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসি- আর্সেনাল ম্যাচে কেউই জিতেনি

স্পোর্টস ডেস্ক: লড়াই হয়েছে সমানে সমান। এর মধ্যেই গোল করে এগিয়ে যায় আর্সেনাল। তাদের ভাগ্য মন্দ। জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না। নগর প্রতিদ্বন্দ্বী চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গানাররা। রোববার (১০ নভেম্বর) রাতে মুখোমুখি হয়েছিল দু’দল। পেদ্রো নেতোর গোলে ১টি পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেলসি।

চেলসি ও লিগে টানা চার ম্যাচে জয়হীন আর্সেনাল শীর্ষ দল লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে তিনে চেলসি। এই ম্যাচের আগেই নটিংহাম ফরেস্ট নিউক্যাসলের কাছে হেরে যাওয়ায় ড্র করেই শীর্ষ চারে উঠেছে চেলসি ও আর্সেনাল।

স্টামফোর্ড ব্রিজে মিকেল আরতেতার আর্সেনাল ৬০ মিনিটে এগিয়ে যায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ১১ মিনিট পরে চেলসি সমতায় ফেরে নেতোর গোলে। আগস্টে উলভারহ্যাম্পটন ছেড়ে চেলসিতে যোগ দেয়ার পর নেতো প্রিমিয়ার লিগে প্রথম গোল পেলেন।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেলসি। কোল পালমারের ২৫ গজি শট গ্লাভসের ছোঁয়ায় বার উঁচিয়ে বাইরে পাঠিয়ে দেন গানার গোলকিপার দাভিদ রায়া। আক্রমণের চেয়ে রক্ষণকাজেই বেশি মনোযোগ দেয়া চেলসি বেশ কয়েকবার পাল্টা আক্রমণে বিপদে ফেলে দিয়েছিল আর্সেনালকে। মেলো গুস্তো ও ননি মাদুয়েকে নষ্ট করেন সুযোগ।

প্রায় আড়াই মাস পর চোট কাটিয়ে কালই প্রথম মাঠে নেমেছেন মার্টিন ওডেগার্ড। তার ফ্রি-কিক থেকে ৩২ মিনিটে গোল করেছিলেন কাই হাভার্টজ। তবে ভিএআরে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ৬০ মিনিটে সেই ওডেগার্ডের থ্রু বল ধরেই গোল পেয়ে যান মার্তিনেল্লি। তবে মাত্র ১১ মিনিট লিড ধরে রাখতে পারে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়