স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও সেভিয়ার মতো দলগুলোকে যে দলটা গোলবন্যায় রীতিমতো ভাসিয়েছে, সেই বার্সেলোনা এই মৌসুমে তিনটা ম্যাচ হেরেছে পুঁচকে তিন ক্লাবের সাথে। তিন ম্যাচের দুইটা লা-লিগায়, সবশেষ রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে রিয়াল সোসিয়াদাদের বিরুদ্ধে। এই মৌসুমে প্রতিটা দলকে যেভাবে একের পর এক গোল হ্যান্সি ফ্লিক শিষ্যরা দিয়েছেন, সেখানে সোসিয়াদাদের ঘরের মাঠে ১-০ গোলের হারার ম্যাচে উল্টো ঘটনা। গোল তো বটেই পুরো ম্যাচে অন টার্গেট কোনো শটই নিতে পারেননি লেভানদোফস্কি-রাফিনিয়ারা। - যমুনানিউজ
বারবার প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে ফেলা দলটারই একটা গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। ম্যাচের ১৫ মিনিটে রবার্ট লেভানদোফস্কির গোল বাতিল হয়। ৩০ মিনিটে ডাচ স্ট্রাইকার শেরাল্ডো বেকারের গোলে উলটো এগিয়ে যায় সোসিয়াদাদ, সেখানেই ম্যাচের নিষ্পত্তি। এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। কোপা ট্রফি জেতা এই স্প্যানিশ বার্সার জন্য কতখানি গুরুত্বপূর্ণ, ম্যাচের ফলাফলই তা বুঝিয়ে দিয়েছে।
হেরেও এক ম্যাচ বেশি খেলে রিয়ালের চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ফ্লিকের দল। ১৩ ম্যাচে ১১ জয়ে বার্সার পয়েন্ট ৩৩, ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে রিয়াল দুইয়ে।
আপনার মতামত লিখুন :