শিরোনাম
◈ মার্ক জাকারবার্গের ভবিষ্যদ্বাণী: স্মার্টফোনের জায়গা দখল করবে স্মার্টগ্লাস ◈ আজারবাইজান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় ◈ আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ও অসাংবিধানিক ছিল: হাইকোর্ট ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাবেক বৃটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ◈ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ◈ বরিশাল থেকে ধরে আনা অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ◈ ভারতে এসে প্রেম ও বিয়ে, নাগরিকত্ব চাইলেন বাংলাদেশের নারী ◈ বায়ুদূষণ রোধে বাংলাদেশ-পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত ◈ ‘আমি মরে যাইনি, বেঁচে আছি’, লাশ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ফোন ◈ বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৪, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত হেরে গেলো, সিরিজে সমতায় দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: সিরিজে অগ্রগামিতে ধরে রাখতে পারলো না শক্তিশালী ভারত। কম স্কোরের ম্যাচে টানটান উত্তেজনায় ম্যাচটা জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী ভারতকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতা এনেছে প্রোটিয়ারা। রোববার (১০ নভেম্বর) পোর্ট এলিজাবেথে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১২৪ রানের মামুলি পুঁজি তোলে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারায় স্বাগতিকরা। দলীয় ৪৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় প্রোটিয়ারা। তবে ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৪৭ রানে ভর করে অল্প টার্গেটে সহজেই নোঙর করে তারা।

দুই ওপেনার রিকেল্টন ও হেনড্রিকসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ১৩ রান। জেরাল্ড কোয়েটজি অপরাজিত থাকেন ১৯ রানে। ভারতের পক্ষে ১৭ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন বরুন চক্রবর্তী।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩৯ রানের সাথে আক্সার প্যাটেলের ২৭ ও তিলক ভার্মার ২০ রানের বদৌলতে ১২৪ রানে থামে সফরকারীরা। বাকি ব্যাটারদের সবাই বিদায় নেয় এক অঙ্কের রানে। প্রোটিয়াদের পক্ষে পাঁচ বোলার তুলে নেন একটি করে উইকেট।
এ জয়ে জয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল এইডেন মার্করামের দল। আগামী বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়