শিরোনাম
◈ রাতে বাংলাদেশ-মালদ্বীপ মুখোমুখি, টিকিট সর্বনিম্ম ৩০০ টাকা   ◈ এবার ভারত বর্জনের ডাক দিলো পাকিস্তান, শত কোটি ডলারের ক্ষতির মুখে আইসিসি ◈ বিপিএলে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ নিয়ে তোড়জোড় শুরু ◈ ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর ◈ ভারতের চাপে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে যাচ্ছে? ◈ কেমন সংবিধান হওয়া উচিত, এই বিষয়ে যা শায়খ আহমাদুল্লাহ ◈ ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন, নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কী রকম? ◈ যেভাবে ৪০ হাজার টাকা নিয়ে পালালো প্রতারক, কিছুই বলতে পারলেন না ব্যবসায়ী ◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প 

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৯:২৫ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সাঁতারে সামিউল রাফির দুই রেকর্ড

স্পোর্টস ডেস্ক: সাঁতারু সামিউল ইসলাম রাফি সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি মিরপুরে চলমান ৩৩তম ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অবশ্য আগের দুটি ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছেন এই সাঁতারু। সকালে ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে রেকর্ড গড়ে সোনা জেতেন। তিনি সময় নেন ২ মিনিট ০৯.৯৯ সেকেন্ড। গত বছর কাজল মিয়ার রেকর্ড ভাঙেন তিনি। এরপর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে দুপরে গড়েন নতুন জাতীয় রেকর্ড। তিনি এই ইভেন্টে সময় নেন ২ মিনিট ১০:৮৭ সেকেন্ড।

প্রতিযোগিতা শেষে নিজের প্রতিক্রিয়ায় বললেন, অবশ্যই আমার টাইমিংয়ের উন্নতি হয়েছে। ফ্রান্স অলিম্পিক থেকে এসে দেশে বেশ কিছু দিন ছিলাম। ওই সময়ে প্র্যাকটিসের অভাবে পিছিয়ে পড়ি। এরপর আবারও থাইল্যান্ড গিয়ে তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে সমস্যা হচ্ছিল। এক মাস হতাশায় ভুগেছিলাম। এরপর যখন জাতীয় সাঁতারের তারিখ দেওয়া হয় তখন আরও চিন্তায় পড়ি। তবে কোচ বললেন সমস্যা নেই।

থাইল্যান্ডের ফুকেটের থানিয়াপুরা স্পোর্টস অ্যান্ড হেলথ রিসোর্টে রাশিয়ান কোচ 
আলেকজান্ডার তিখনভের অধীনে অনুশীলন করেন। সেখানে অনুশীলন নিয়ে রাফি বলেন, আমাকে কোচ দুই মাস কঠোর ট্রেনিং করিয়েছে। দিনে প্রায় ১৬-১৭ হাজার মিটার সুইমিং করতে হয়েছে। সঙ্গে এক্সারসাইজ, জিম, ড্রাই ল্যান্ডে ট্রেনিং। গত দুই মাস আমার ওপর দিয়ে অনেক ঝড় গেছে। এই পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুব খুশি।
রোববার (১০ নভেম্বর) আরেকটি ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জিতেছেন রোমানা আক্তার। মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সকালে রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। তিনি সময় নেন ২.৫১:৩৫ সেকেন্ড। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন তিনি। রবিবার সব মিলিয়ে রেকর্ড হয়েছে ৩টি ইভেন্টে। দুই দিনে এ পর্যন্ত রেকর্ড হলো ৭টি ইভেন্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়