শিরোনাম
◈ কেমন সংবিধান হওয়া উচিত, এই বিষয়ে যা শায়খ আহমাদুল্লাহ ◈ ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন, নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কী রকম? ◈ যেভাবে ৪০ হাজার টাকা নিয়ে পালালো প্রতারক, কিছুই বলতে পারলেন না ব্যবসায়ী ◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৯:০৮ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান আজ থেকে ২২ বছর আগে অর্থাৎ ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল। এরপর আর সিরিজ জেতার সৌভাগ্য হয়নি দলটির। ২২ বছরের মাথায় আজ রোববার (১০ নভেম্বর) আবার পাকিস্তান দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতলো। পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে মোহাম্মদ রিজওয়ানের দল। - ডেইলি ক্রিকেট
আগে ব্যাট করে মাত্র ১৪০ রান করতেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন শন অ্যাবোট।

টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান অধিনায়ককে হতাশ করেননি বোলাররা। ৩৬ রানের মধ্যে অজিদের দুই উইকেট তুলে নেন নাসিম ও শাহিন। এরপর ম্যাথু শটের সাথে জুটি গড়ার চেষ্টা করেছিলেন জশ ইংলিশ। অজি অধিনায়ককে ফিরিয়ে ২০ রানের জুটি শাহিন।

১৬ বলে ৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন কুপার কনোলি। দলে ফিরে তেমন কিছু করতে পারেননি মার্কাস স্টয়নিস। ২৫ বলে করেন মাত্র ৮ রান। গ্লেন ম্যাক্সওয়েল রানের খাতা খুলতেই পারেননি। হারিসের রউফের বলে সা ইম আইয়ুবকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৩০ বলে ২২ রান করা শটকেও ফিরিয়েছেন হারিস।
শেষের দিকে একাই লড়েছেন অ্যাবোট। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। ৪১ বলে ৩০ রান করা অ্যাবোটকে প্যাভিলিয়নে ফেরান শাহিন।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাসিম ও শাহিন। দুটি উইকেট শিকার করেছেন রউফ।
রান তাড়ায় সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক পাকিস্তানকে ভালো শুরু এনে দেন। দুজনের ৮৪ রানের ওপেনিং জুটিতে জয়ের ভিত পেয়ে যায় রিজওয়ানের দল।

দ্বিতীয় ওয়ানডেতে দারুণ ব্যাটিং করা সাইম ও শফিক সেই ধারাবাহিকতা তৃতীয় ম্যাচেও ধরে রেখেছেন। তবে দুজনেই ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৫২ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রান করেন সাইম। শফিকের ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ৩৭ রান।

দুই ওপেনার ফেরার পর বাকি কাজটুকু সারেন বাবর আজম ও রিজওয়ান। পাকিস্তান অধিনায়ক ২৭ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩০ রান করে অপরাজিত ছিলেন। বাবরের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ২৮ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়