শিরোনাম
◈ কেমন সংবিধান হওয়া উচিত, এই বিষয়ে যা শায়খ আহমাদুল্লাহ ◈ ভারতে শেখ হাসিনার ১০০ দিন : কীভাবে রয়েছেন, নিরাপত্তা প্রোটোকলটা ঠিক কী রকম? ◈ যেভাবে ৪০ হাজার টাকা নিয়ে পালালো প্রতারক, কিছুই বলতে পারলেন না ব্যবসায়ী ◈ উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ◈ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যা করবেন ট্রাম্প  ◈ প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত : প্রধান উপদেষ্টা ◈ বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু ? ◈ ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ ‘অহরহ কল আসছে, আমাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়’ (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ০৯:০৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৪, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টারে বগুড়ায় গেলেন তামিম ও আশরাফুল, উদ্বোধন করলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের

স্পোর্টস ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ১০ নভেম্বর (রবিবার) শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি স্থানীয়দের দেখা যাবে এই টুর্নামেন্টে। এমনটাই জানিয়েছে আয়োজক কমিটি। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল।

এছাড়া টুর্নামেন্টের উপদেষ্টা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও ছিলেন। সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বগুড়া পৌছান তামিম এবং আশরাফুল। এ সময় মাঠে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা।
চান্দু স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে দেখা গেছে সাব্বির রহমান, শফিউল ইসলাম ও সাকলাইন সজীবের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারদের।

আয়োজকরা জানিয়েছেন, ২০টি দল নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যুর তালিকায়। ১০ নভেম্বর বগুড়ায় শুরু হয়ে টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে।

মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শের-ই বাংলার মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়