শিরোনাম
◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের! ◈ কখ‌নো রাজনীতিতে আসবেন না সৌরভ গাঙ্গুলী ◈ ভারতীয় বো‌র্ডের কেন্দ্রীয় চুক্তি: এ প্লাস ক্যাটাগ‌রির ক্রিকেটাররা পা‌বেন ৭ কো‌টি রু‌পি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের গ্রেফতার ৯  ◈ আমরা আমাদের তরুণদের চীনে পড়াশোনা ও ভাষা শেখায় উৎসাহিত করব : প্রধান উপদেষ্টা ◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৪, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেজর লিগ সকার থেকে মেসির ইন্টার মায়ামির বিদায়

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ পারলেন না ইন্টার মায়ামির পরাজয় রুখতে। সমানে সমান লড়াই করেও হার মানতে হলো মেসিদের। সেই সঙ্গে ইন্টার মায়ামি বিদায় নিলো মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্ব থেকে। মেসির দুর্দান্ত গোলের পরও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে মেসি, সুয়ারেজ, ও বুসকেতসের মায়ামির। এই পরাজয়ের ফলে ক্লাব ফুটবলে মেসির চলতি মৌসুমও শেষ হলো।

রোববার (১০ নভেম্বর) সকালে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে হওয়া ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। মায়ামির হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোহা ও লিওনেল মেসি। আটলান্টার হয়ে তিনটি গোলের মধ্যে দুটি করেন জামাল থিয়ারে ও একটি গোল করেন বারতোজ সিলৎ। 

ঘরের মাঠে ইন্টার মায়ামি ম্যাচের ১৭তম মিনিটে মাতিয়াস রোহাসের গোলে লিড নেয়। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। পরবর্তী তিন মিনিটে আটলান্টার সেনেগালিজ ফরোয়ার্ড জামাল থিয়ারে মাত্র জোড়া গোল করে দলটিকে লিড এনে নেন। 

২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫তম মিনিটে মার্সেলো ভাইগান্টের ক্রস থেকে হেড দিয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি। কিন্তু ১০ মিনিট পর আবারো আটলান্টাকে লিড এনে দেন বারতোজ সিলৎসে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এতে করে চলতি মৌসুমে যাত্রা থামলো মায়ামির। আটলান্টার এই জয় তাদের ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির মুখোমুখি দাঁড় করিয়েছে, যারা প্লে-অফের অন্য ম্যাচে শার্লটকে পরাজিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়