শিরোনাম
◈ নতুন অডিও ফাঁস: ট্রাম্পের ছবি দিয়ে পোস্টার করতে বললেন শেখ হাসিনা! ◈ আত্মগোপনে থাকা কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহারের ছবি ভাইরাল ◈ রাখাইনে অর্থনীতি ভেঙ্গে পড়ায় দুর্ভিক্ষ ভয়াল হাতছানি: জাতিসংঘ ◈ ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’ ◈ অন্তর্বর্তী সরকার 'এনজিও শাসিত' নয়, প্রমাণ দিলেন প্রেসসচিব ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর ◈ চীন গেলেন  বিমান বাহিনী প্রধান  ◈ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ আয়কর রিটার্ন  দাখিল বাধ্যতামূলক যাদের জন্য ◈ বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে বাজে আউটফিল্ড, শাস্তি পেলো ভারতের মাঠ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ১১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার বাংলাদেশ- আফগানিস্তান দ্বিতীয় ম্যাচ

মিরাজের দাবি, পিচের কারণে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ৯২ রানে হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। গত বুধবার অনুষ্ঠিত ম্যাচে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় টাইগাররা। উইকেটের অনিয়ন্ত্রিত আচরণের কারণেই টাইগারদের এমন ব্যাটিং ধস বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ।

শনিবার (৯ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে টাইগারদের জয়ের কোনো বিকল্প নেই। হাশমতউল্লাহ শহীদি-রশিদ খানদের বিপক্ষে মাঠে নামার একদিন আগে উঠে আসল প্রথম ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং ধস প্রসঙ্গ। এর কারণ হিসেবে উইকেটের বিরুপ আচরণকে দায়ী করলেন মিরাজ। - ডেইলি ক্রিকেট

শুক্রবার (৮ নভেম্বর) দুবাইতে এই অলরাউন্ডার বলছিলেন, একটা জিনিস দেখেন, যখন আমি আর শান্ত ব্যাটিং করছিলাম তখন আমাদের দুজনের কাছে উইকেট সহজই মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বল যখন একটু নরম এবং পুরনো হয়েছে তখন হঠাৎ করে টার্নিংটা শুরু হয়েছে, একটু বেশি।

মিরাজ আরও যোগ করেন, ‘আপনি দেখেন মাঝে আমি আর শান্ত ধুঁকছিলাম ব্যাটিংয়ে, আমরা সেট ব্যাটার থাকাকালীন। হ্যাঁ, ওই সময় আমরা দুজন যেভাবে সেট ছিলাম আমাদের দুজনের ভেতরে একজনের শেষ করা উচিত ছিল। কারণ আমি শান্তকে বারবার বলছিলাম এই উইকেটে আমাদের দুজনের যেহেতু খেলতে সমস্যা হচ্ছে পরের ব্যাটারদের জন্য অনেক কঠিন হবে।'

প্রথম ওয়ানডেতে আফগান স্পিনার গাজানফারকে সামলাতে পারেনি টাইগার ব্যাটাররা। তরুণ এ রহস্য স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে বাংলাদেশ। একাই ৬ উইকেট নিয়ে টাইগারদের ধসিয়ে দিয়েছেন গাজানফার।

রহস্য এই স্পিনারকে কৃতিত্ব দিলেও উইকেটকেই দায়ী করেছেন মিরাজ। টাইগার এ অলরাউন্ডার বলেন, 'হঠাৎ করে উইকেট স্লো টার্নিং হচ্ছিল, কখনও সোজা আসছিল, বোঝা যাচ্ছিল না কোন বল সোজা যাবে কোনটা টার্ন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়