স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের ফুটবল ক্লাব পিএসজির একদল সমর্থক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলা শুরুর আগে গ্যালারিতে ফিলিস্তিনের সমর্থনে বিশাল এক ব্যানার প্রদর্শন করেছিলো। এই বিষয়টি একদমই ভালো ভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে ফরাসি ক্লাবটির কাছ থকে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠে আতলেতিকোর বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও জিততে পারেনি পিএসজি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আনহেল কোররেয়ার গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো। -অলআউট স্পোর্টস
এদিন খেলা শুরুর আগে পিএসজির ওতেইয়ি কপ নামের সমর্থক গোষ্ঠি ফিলিস্তিনের মুক্তির দাবিতে গ্যালারির এক অংশে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা বিশালকারের একটি ব্যানার প্রদর্শন করে।
বৃহস্পতিবার ফ্রান্সের একটি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতইয়ু এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। এ জন্য পিএসজিকে নিষেধাজ্ঞার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাওয়া হলে বলেন, আমি কোনো কিছুই উড়িয়ে দিচ্ছি না। আমি পিএসজির কাছ থেকে ব্যাখ্যা চাইব।
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এমন সময় এই ব্যানার প্রদর্শন হলো যখন উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে প্যারিসে আসবে ইসরায়েল। আগামী বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা চালানো দেশটি।
আপনার মতামত লিখুন :