শিরোনাম
◈ ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ধীরে ধীরে খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, অভ্যাস করবেন যেভাবে ◈ মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে : প্রেস সচিব ◈ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম ◈ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে হতাশ সাবেক অধিনায়ক বুলবুল ◈ ফিলিস্তিনের সমর্থনে গ্যালারিতে ব্যানার নেয়ায় শাস্তির মুখে পড়তে পারে পিএসজি ◈ ব্রাহ্মণবাড়িয়া শহরে বহুতল ভবন থেকে পতিতাসহ ৮ জন গ্রেফতার ◈ ট্রাম্পের জয়ে কেমন হবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক, যা বললেন বিশেষজ্ঞরা ◈ সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধি দলের সাক্ষাৎ ◈ টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝোলালো বিক্ষুব্ধ গ্রাহকরা!

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৫:০১ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাব বিশ্বকাপের আগে দলবদলের সুযোগ দেবে ফিফা

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফা আগামী বছর জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপকে ঘিরে নতুন দলবদল নীতি ঘোষণা করেছে। ক্লাব বিশ্বকাপের জন্য ৩২টি দল অংশ নেবে এবং টুর্নামেন্ট শুরু হবে ১৫ জুন, যা চলবে ১৩ জুলাই পর্যন্ত। এবারের টুর্নামেন্টের জন্য ফিফা বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে, যাতে খেলোয়াড়রা টুর্নামেন্ট চলাকালীন এবং তার আগে দলবদল করতে পারেন। - ইএসপিএন

ফিফার নতুন নিয়ম অনুসারে, ক্লাব বিশ্বকাপের জন্য একটি বিশেষ দলবদল উইন্ডো খোলা থাকবে। এতে দলগুলো টুর্নামেন্ট চলাকালীন সময়ে নতুন খেলোয়াড় নিতে এবং পুরনো খেলোয়াড় বাদ দেয়ার সুযোগ পাবে। এই দলবদল উইন্ডোটি ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত চালু থাকবে। তবে একবার যদি কোনো খেলোয়াড় একটি ক্লাবের হয়ে খেলেন, তাহলে সেই টুর্নামেন্টে আর অন্য কোনো দলের হয়ে খেলার সুযোগ পাবেন না।

এছাড়া, ক্লাবগুলোকে বিশ্বকাপের প্রথম ম্যাচের ৩ থেকে ৫ দিন আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে। ফিফার এই নতুন নিয়মের কারণে সম্ভাব্য ফ্রি এজেন্ট খেলোয়াড়দের নিয়েও দলগুলো সিদ্ধান্ত নিতে পারবে।

উদাহরণস্বরূপ, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা, বায়ার্ন মিউনিখের আলফনসো ডেভিস ও জশুয়া কিমিখ এবং ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিসের মতো খেলোয়াড়রা ফ্রি এজেন্ট হতে পারেন যদি চলতি মৌসুম শেষের আগে তাদের চুক্তি নবায়ন না হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়