স্পোর্টস ডেস্ক: ক্রীড়াপ্রেমী ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই ছিলেন তিনি গলফ খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গে নিয়েই জয়োৎসব করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার চার বছরের মেয়াদে বিশ্বকাপ ফুটবল, ক্লাব বিশ্বকাপ ও অলিম্পিক হবে দেশটিতে।
ট্রাম্পের পাগলামির কথা সবার জানা। নির্বাচনে জয় সুনিশ্চিত হবার পর ফ্লোরিডায় প্রেসিডেনসিয়াল পার্টির ঘোষণা দিলেন। সেখানে হাজির নির্বাচনী পরামর্শক থেকে পরিবার। সঙ্গে ছিল অন্য অঙ্গনের তারকারাও। হঠাৎ করে সেই মঞ্চে ডেকে নিলেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইটকে। আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের সবসময়ের ভক্ত ট্রাম্প। আর ডানা হোয়াইটও হোয়াইট হাউসের দৌড়ে সরাসরি সমর্থন দিয়েছেন রিপাবলিকান প্রার্থীকে।
সেখানেই শেষ নয় ৭৮ বছর বয়সী ট্রাম্পের গলফ প্রেমের কথাও ফুটে ওঠে এদিন। দু’বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ব্রাইসন ডি চাম্বেউ এরপর তার অতিথি। ৩১ বছর বয়সী ব্রাইসনকে মজা করে বলেন গলফ ক্লাব হাতে তার চেয়ে একটু জোরে মারতে পারেন। ২০১৬ সালেই ট্রাম্পের প্রতিষ্ঠান ১৭টি গলফ কোর্সের মালিক ছিল। তাই গলফাররাও তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন সেটাই স্বাভাবিক। খেলার দুই সঙ্গীকে নিয়ে অনেকটা সময় মজায় মজায় কেটে যায় মঞ্চে।
নির্বাচিত হবার পর, ট্রাম্পকে অভিনন্দন জানানোর তালিকায় অনেকেই থাকলেও একটি নাম আলোচিত। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী দু’বছর যুক্তরাষ্ট্রে বসবে ফিফার দুটি বৈশ্বিক আসর। যে কারণে নতুন প্রেসিডেন্টের সঙ্গে তার সুসম্পর্ক থাকা চাই।
২০২৫ এ ক্লাব বিশ্বকাপ আর ২৬-এ হবে বিশ্বকাপ ফুটবল। তিন দেশে ৪৮ দলের নতুন মোড়কের বিশ্ব আসরের শুরুটা যে যুক্তরাষ্ট্রে। শুধু তাই নয় ২০২৮ এ পরবর্তী অলিম্পিকের আয়োজকও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। তাই চার বছরের জন্য বিশ্ব মোড়ল হওয়ার সঙ্গে ক্রীড়াঙ্গনেও সাচ্ছন্দ্য বিচরণ থাকবে ডোনাল্ড ট্রাম্পের।
আপনার মতামত লিখুন :