শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ১২:২১ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদের হঠাৎ ছন্দপতনে আমি ভীষণ উদ্বিগ্ন: কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে নিজের মাঠে চার গোল হজম করেছিল রিয়াল মাদ্রিদ। এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরে গেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। হঠাৎ করে দলের এমন ছন্দপতনে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

গত মঙ্গলবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ইতালিয়ান সেরি আর পয়েন্ট তালিকায় সাত নম্বরে থাকা মিলানের কাছে হেরে যায় রিয়াল। ফলে তিন বছরের বেশি সময় পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারল স্প্যানিশ ক্লাবটি।

গত ২৭ অক্টোবর লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের পর আবারও ঘরের মাঠে মিলানের কাছে বড় হারে রিয়ালের দুর্বল রক্ষণভাগ ও আক্রমণভাগে ধারাবাহিকতার অভাব প্রকটভাবে ফুটে উঠেছে। ম্যাচ শেষে দলের এই সমস্যার কথা ফুটে উঠেছে আনচেলত্তির কণ্ঠেও।

আমাদের চিন্তিত হওয়া উচিত, দল ভালো খেলছে না। দল এখন গোছানো নয়। আমাদের আরও দৃঢ় হতে হবে, আরও সংগঠিত হতে হবে। অনেক গোল খেয়েছি... মাঠে আমাদের দলটি ঠিকভাবে সংগঠিত নয় এবং এ বিষয়ে আমাদের কাজ করতে হবে। নিজেদের সেরা অবস্থানে ফিরতে হবে যেন আমরা সব প্রতিযোগিতায় লড়তে পারি।

ঘরের মাঠে নিজেদের সবশেষ তিন ম্যাচে ৯ গোল হজম করেছে রিয়াল। মিলানের বিপক্ষে শুরুর দিকে কিলিয়ান এমবাপ্পে দুটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ২৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ভিনিসুস জুনিয়র। তবে এরপর আর কোনো গোল দিতে পারেনি পুরো দল।

এদিন ঘরের মাঠে দর্শকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনতে হয়েছে এমবাপ্পেকে। ফরাসি এই তারকার সাম্প্রতিক পারফরম্যান্সের সমালোচনাও করছেন সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞরা। তবে দলের এমন বাজে অবস্থার ব্যক্তিগত নৈপুণ্যের অভাবে নয় বলে জানান রিয়াল কোচ।

এটা অনুপ্রেরণা বা মনোভাবের সমস্যা নয়। এটা একটা সামগ্রিক বিষয় যা আমাদের দ্রুত ঠিক করতে হবে। মাঠে কিছু একটা অভাব আছে এবং আমরা আমাদের সেরা রূপ দেখাতে পারিনি। আমাদের এটা ঠিক করতে হবে। তবে সামনের দিনগুলো আরও কঠিন হতে চলেছে। আমাদের সেই শক্তি পুনরুদ্ধার করতে হবে যা আমরা হারিয়েছি। এটাই সবচেয়ে বড় সমস্যা।

৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচের মধ্যে ২টিতে হেরেছে রিয়াল। জয় বাকি দুই ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৭ নম্বরে আছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে লিগে এক ম্যাচ বেশি খেলা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। ১১ ম্যাচে ৭ জয়ে আনচেলত্তির দলের পয়েন্ট ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়