শিরোনাম
◈ গ্রাহকদের প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের ◈ বাংলাদেশের ১৩ ক্রিকেটার আইপিএলের মেগা নিলামে ◈ আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব : বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প ◈ উভয় দেশের দ্বিপক্ষীয় স্বার্থকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান শেখ হাসিনা ◈ ছাত্রলীগ নেতাকে নিয়ে খালিদ মহিউদ্দিনের টক শো, যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ◈ ৩১ হাজার পিস টাপেন্টাডল ও ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব

নিজস্ব প্রতিবেদক: ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের আসর গ্লোবাল সুপার লিগ শুরু হচ্ছে পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে। দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। বাংলাদেশের এই পেসারকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা আমাজন ওয়ারিয়র্স।

আগামী ২৬ নভেম্বর প্রথমবারের মতো মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। প্রথম আসরে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। রংপুর ও গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

গায়ানার হয়ে সুযোগ পাওয়ার বিষয়টি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিম নিজেই। তবে টুর্নামেন্টে ডানহাতি এই পেসারের খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ সে সময় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবে বাংলাদেশ। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। টেস্ট সিরিজ দিয়ে সফরটি শুরু হবে আগামী ২২ নভেম্বর।

গ্লোবাল সুপার লিগের প্রতিটি ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে আগামী ৭ ডিসেম্বর।

এখন পর্যন্ত বিদেশের কোনো লিগে না খেলা তানজিম জাতীয় দলের হয়ে ১৫ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। কাঁধের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই এই পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়