শিরোনাম
◈ গ্রাহকদের প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের ◈ বাংলাদেশের ১৩ ক্রিকেটার আইপিএলের মেগা নিলামে ◈ আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব : বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প ◈ উভয় দেশের দ্বিপক্ষীয় স্বার্থকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান শেখ হাসিনা ◈ ছাত্রলীগ নেতাকে নিয়ে খালিদ মহিউদ্দিনের টক শো, যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ◈ ৩১ হাজার পিস টাপেন্টাডল ও ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের মাঠেই এসি মিলানের কাছে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের সময়টা। দুর্দান্ত ফর্মে থাকা সত্বেও তারা নিজেদের তুলে ধরতে পারছে না। জয়ের পাাশাপাশি কখনও ড্র আবার কখনও হার, এনিয়েই চলছে রিয়ালের চলতি মওসুম। সান্তিয়াগো বার্নাব্যুতে গত ২৭ অক্টোবর ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। 

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ঘরের মাঠ সান্তিায়াগো বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোতো দূরের কথা উল্টো মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে টানা দুইবার রিয়ালের হার, অবিশ্বাস্যই বটে! এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের এটি তৃতীয় হার। অথচ গত মৌসুমে সব মিলিয়ে মাত্র দুই ম্যাচ হেরেছিল ক্লাবটি।

এদিন ম্যাচের শুরুতেই পরপর দুটি সুযোগও তৈরি করে রিয়াল। যদিও অল্পের জন্য গোল দুটি মিস করেন ফরাসি তারকা এমবাপ্পে। রিয়ালের আক্রমণের বিপরীতে মিলানকে এ সময় প্রতি–আক্রমণের ওপরই বেশি নির্ভর করতে হচ্ছিল। যদিও শুরুতে সে সুযোগও খুব বেশি মিলছিল না।

ম্যাচের ১২ মিনিটের মাথায় মালিক থিয়াওর গোলে মাদ্রিদকে স্তব্ধ করে এগিয়ে যায় মিলান। ২৩ মিনিটে পেনাল্টি থেকে আদায় করে নেন ভিনিসিয়ুস। সমতায় ফিরে রিয়াল চেষ্টা করছিল এগিয়ে যাওয়ার। তবে মিলানের দৃঢ়তায় খুব বেশি সুবিধা করতে পারছিল না তারা। যার ফলে রিয়াল না পারলেও ৩৯ মিনিটে মাদ্রিদকে ফের হতাশায় ভাসিয়ে এগিয়ে যায় মিলান।

ম্যাচের ৭৩ মিনিটে দারুণ এক আক্রমণে রিয়াল রক্ষণের দুর্বলতাকে উন্মোচিত করে তিজানি রেইনডার্স আরেকবার এগিয়ে দেন মিলানকে। ৩–১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল তখন রীতিমতো হতভম্ব। যে বিস্ময়  শেষ পর্যন্ত চেষ্টা করেও আর কাটাতে পারেনি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়