শিরোনাম
◈ গ্রাহকদের প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা না তোলার আহ্বান বাংলাদেশ ব্যাংকের ◈ বাংলাদেশের ১৩ ক্রিকেটার আইপিএলের মেগা নিলামে ◈ আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব : বিজয়ী ভাষণে ডোনাল্ড ট্রাম্প ◈ উভয় দেশের দ্বিপক্ষীয় স্বার্থকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান শেখ হাসিনা ◈ ছাত্রলীগ নেতাকে নিয়ে খালিদ মহিউদ্দিনের টক শো, যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ◈ ৩১ হাজার পিস টাপেন্টাডল ও ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার ◈ ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শুভেচ্ছাবার্তা ◈ বার্তা খুব স্পষ্ট, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে আছে: ইইউ ◈ গ্লোবাল সুপার লিগে দল পেলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহ কালীগঞ্জের কৃতি সন্তান ফুটবলার তাসিনকে সংবর্ধনা 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : সম্প্রতি কম্বোডিয়ায় অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফিডারেশন (এএফসি)অনূর্ধ্ব -১৭ এশিয়ান কাপ ২০২৫ -এ অংশ নেয় বাংলাদেশ দল।  এই দলের অন্যতম কৃতি ফুটবলার সদস্য হিসেবে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার হেলাই গ্রামের তাসিন হাসান।দেশের হয়ে বিদেশের মাটিতে খেলতে যাওয়া গ্রামের একমাত্র  ফুটবলারকে  ফুলেল সংবর্ধনা দিয়েছে হেলাই ফুটবল একাদশ এবং গ্রামবাসীরা। তাসিনের সংবর্ধনা উপলক্ষে বুধবার হেলাই গ্রামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও করা হয়। ম্যাচ শুরু আগে  সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের সুশীল সমাজের প্রতিনিধি এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ক্ষুদে ফুটবলার তাসিনকে প্রথমে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার হাতে উপহার তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার এবং ফুটবল সংগঠক সবুর হোসেন,সোলাইমান মাস্টার মাহবুবুর মুন্সী, ওয়াজেদ আলী মাস্টার, সাবেক ফুটবলার আবুল কালাম, তরিকুল ইসলাম, আনারুল ইসলাম,আব্দুল হামিদ,হাফিজুর রহমান,  মারুফ হোসেন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ।পরে তাসিনের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত হেলাই ফুটবল একাদশ এবং কালিগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ধারাবিবরণী করেন রবিউল ইসলাম। 

তাহসিনের সংবর্ধনা এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক এবং হেলায় ফুটবল একাদশের টিম ম্যানেজার সবুর হোসেন বলেন, ফুটবল খেলায় হেলায় গ্রামের ঐতিহ্য রয়েছে। অনেক ভালো ভালো ফুটবল খেলোয়াড় এই গ্রামের মাঠ থেকে উঠে এসেছে। এখনো তরুণ উদীয়মান খেলোয়াড়রা রয়েছে আমার টিমে।তাদেরই একজন তাসিম। সেই প্রথম যে কিনা বিদেশের মাটিতে খেলতে গেলো। তাসিন আমাদের গর্ব। দোয়া করি ও সামনের দিকে আরো এগিয়ে যাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়