নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ বুধবার। ম্যাচটি হবে আরব আমিরাতের মাঠে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় লড়াইয়ে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। আক্ষরিক অর্থেই এই সিরিজের ভাগ্য আফগানিস্তানের অনুকূলে। তারা সম্প্রতি শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে সিরিজ জিতে এসেছে। সেখানে বাংলাদেশ গত ৮ মাস ধরে খেলছে না ওয়ানডে। তার উপর রয়েছে ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কালো দাগ।
শক্তি-সামর্থ্য আর মাঠের বাইরের নানা ইস্যুতে পিছিয়ে থেকেই নামবে বাংলাদেশ। ভিসা জটিলতায় এদিনও যেতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। মিস করবেন প্রথম ওয়ানডে। বোলার সঙ্কট নিয়েই নামতে হবে বাংলাদেশকে। প্রথমবার আফগানদের হোম সিরিজের অংশ হচ্ছে টাইগাররা। আট মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। কিন্তু এমন সময়ে প্রত্যাবর্তন যখন নানামুখী বিতর্ক ও সমালোচনায় বিদ্ধ পুরো দল, দেশের ক্রিকেট।
অন্য ফরম্যাটের ব্যর্থতা, সাকিবকে না পাওয়া, লিটনের ইনজুরি, নাজমুল শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া, নাহিদ রানা, নাসুম আহমেদের ভিসা জটিলতা দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ঘাটতি ফেলবে।
তাই এই সিরিজে ফেভারিট আফগানিস্তান। ট্রফি জয়েরও দাবিদার। তরুণ কিন্তু দুর্ধর্ষ আফগান যোদ্ধারা। ইমার্জিং এশিয়া কাপে দুরন্ত সাদিকুল্লাহ অটল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটার নূর আহমেদ। বিলাল সামি ও ঘাজানফারের মত প্রতিভাবান ক্রিকেটারের সম্মিলন স্বাগতিক দলে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে হোম সিরিজ তাদের। যদিও খেলাটা আরব আমিরাতের শারজায়। যে কোনো ফরম্যাটে দু’দলের সবশেষ দেখায় যেমন তেমনি এই মাঠেও বাংলাদেশকে হারানোর স্মৃতি জ্বলজ্বল করছে আফগানদের। দুটোই অবশ্য টি টোয়েন্টি ফরম্যাটে।
ওয়ানডেতে অবশ্য পরিসংখ্যান বাংলাদেশকেই এগিয়ে রাখছে। ১৬ বারের দেখায় ১০ জয় বাংলাদেশের, ৬টি আফগানিস্তানের। র্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে আফগানরা।
নাহিদ-নাসুম প্রথম ওয়ানডে মিস করছেন। তাই একাদশ গঠনে অপশনও কমে গেছে বাংলাদেশের। পেসার হিসেবে মুস্তাফিজ, তাসকিন ও শরিফুলই ভরসা। দলে আর কোনো বাঁ-হাতি স্পিনার না থাকায় তাদের ছাড়াই খেলতে হবে। মেহেদি মিরাজ ও রিশাদ থেকে এক অথবা দু’জনকেই বেছে নেবে দল।
আপনার মতামত লিখুন :