শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নির্বাচনে ফিলিস্তিনি–মার্কিন নারী যে ডিসট্রিক্ট থেকে জিতেছেন ◈ বিদেশি ‘নাগরিকত্ব’ নিয়ে যাঁরা মন্ত্রী-এমপি হয়েছেন ◈ এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ এর আগে কখনোই দেখেনি : বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প (ভিডিও) ◈ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য আমির হোসেন আমু গ্রেফতার ◈ শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে : ছেলের হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তাপসের মা ◈ সারাদেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ◈ বিজয় থেকে সামান্য দূরে ইতিহাস গড়ার পথে ডোনাল্ড ট্রাম্প ◈ যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ট্রাম্প শিবিরে উল্লাস, ভাষণ দেবেন না কমালা ◈ সিরিজ জয়ের দাবিদার আফগানিস্তান, বিকালে প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি শান্তবাহিনী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ১২:২৯ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার নেতৃত্ব দেখতে চান না সুনিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: ভারতের টেস্ট ক্রিকেটে সময়টা ভালো কাটছে না। প্রথমবারের মতো ঘরের মাটিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে তারা। অস্ট্রেলিয়া সফরের আগে এমন ধাক্কা বেশ ভালোভাবেই যে প্রভাব ফেলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এর মধ্যেই গুঞ্জন উঠছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে খেলবেন না রোহিত শর্মা। যদি তেমনই হয়, তাহলে তাকে গোটা সিরিজেই আর নেতৃত্বে দেখতে চান না সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ভারতীয় ব্যাটারের মতে, এখনই সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহকে অধিনায়ক করে দেওয়া উচিত।

গাভাস্কার বলেন, অধিনায়কের প্রথম টেস্ট খেলা উচিত। ইনজুরিতে থাকলে সেটা ভিন্ন কথা। কিন্তু প্রথম টেস্টে অধিনায়কই যদি না খেলে তাহলে সহ-অধিনায়কের ওপর প্রচুর চাপ পড়বে এবং তা সামলানো সহজ নয়।

খবরে দেখলাম রোহিত প্রথম টেস্ট খেলবে না এবং দ্বিতীয় টেস্টে তার থাকা নিয়েও আমরা কিছু জানি না। যদি সেটাই সত্য হয়, তাহলে আগারকারের (প্রধান নির্বাচক) এখনই তাকে (রোহিত) বলা উচিত, তোমার যা ইচ্ছে, তুমি করতে পার। বিশ্রাম নিলে নিতে পার, সেটা ব্যক্তিগত কারণ। কিন্তু এই সফরে তুমি কেবল একজন খেলোয়াড় হিসেবেই অংশ নেবে। তোমার যখন ইচ্ছে তখন দলের সঙ্গে যোগ দিতে পার। কিন্তু এই সফরে সহ-অধিনায়ককে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিচ্ছি আমরা। তাই এ বিষয়ে স্পষ্টতা থাকা দরকার। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছি আমরা। তাই অধিনায়কের সেখানে থাকা দরকার। 

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর পার্থে। ওই সময়ে দ্বিতীয় সন্তানের বাবা হতে পারেন রোহিত। ঠিক সে কারণেই পার্থ টেস্টে তার খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

তবে গাভাস্কার বলেন, ভারতীয় ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভারত নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাত, তাহলে সেটা ভিন্ন ব্যাপার হতো।  নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতেও নিষ্প্রভ ছিলেন রোহিত। ৩ ম্যাচে ১৫.১৭ গড়ে কেবল ৯১ রান করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়