শিরোনাম
◈ তর্কে জড়ালেন হাসানুল হক ইনু , হাতকড়া খুলে দিল পুলিশ ◈ মাগুরায় শিশু ধর্ষণ: সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন মেয়েটির মা ◈ কত কোটি টাকা আছে হাসিনা ও আওয়ামী লীগের অবরুদ্ধ ২৭ ব্যাংক হিসাবে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ, প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ ◈ সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না: তারেক রহমান ◈ ‌‌‘নির্দিষ্ট কোনো সরকার নয়, আমাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য, ◈ মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ,  মুস্তফা কামালসহ ৩২ জনের নামে দুদকের মামলা ◈ ‘হারুনের ভাতের হোটেল’ নামটি যেভাবে এল, এখন কী হয় সেই কক্ষে ◈ আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারত ও নিউজিল্যান্ডের আধিপত্য ◈ পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৪, ০২:৩৮ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ হলেন সালাহউদ্দিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট চলাকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সহকারী কোচ হিসেবে দেশের কাউকে নিয়োগ দিতে যাচ্ছেন তারা। ওই সময় নাম প্রকাশ না করলেও মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করে।

মঙ্গলবার দুপুরে বিসিবিতে এসেছিলেন সালাউদ্দিন। এরপর তিনি ফারুকের সঙ্গে বৈঠক করেন। তখন থেকে গুঞ্জন ওঠে সালাউদ্দিন-বিসিবির মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। বেশ কিছু গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। বিসিবি রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

জাতীয় দলে অবশ্য নতুন নন সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়া এক বছর বিসিবি একাডেমির দায়িত্বেও ছিলেন তিনি। বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কোচ হিসেবে কাজ করেছেন ২৫ বছর। প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচ হিসেবে পরিচিত তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার বিপিএল শিরোপা জিতিয়েছেন।    

সালাউদ্দিনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেছেন, ‘আমি যখন বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করি, জাতীয় দলেরর কোচিং প্যানেলে অবদান রাখার জন্য যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাউদ্দিনের যা অভিজ্ঞতা ও জ্ঞানের ভান্ডার রয়েছে, সেটা তাকে এই ভূমিকার জন্য আদর্শ প্রার্থী হিসেবে যোগ্য করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন আরও দক্ষ বাংলাদেশি কোচদের এই সিস্টেমে একীভূত করার সময় এসেছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়