আলবেনিয়ার তিরানায় অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরান ১৫৮ পয়েন্ট পেয়ে ফ্রিস্টাইল দলের শিরোপা জিতেছে।
জাপান একটি অবিশ্বাস্য খেলা উপহার দেয়। ১০২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান লাভ করে দেশটির ফ্রিস্টাইল দল। অন্যদিকে, আজারবাইজান ১০০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অধিকার করে।
অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ছিল ইরানের প্রথম শিরোপা।
ইরানের মাহদি ইউসেফি ৭৯ কেজিতে প্যারিস অলিম্পিকের পদকজয়ী ফেং লুকে (চীন) পরাজিত করে সোনার পদক জয় করেন। ফেং লু চীন থেকে প্রথম কুস্তিগীর হিসেবে ফ্রিস্টাইলের ফাইনালে ওঠেন।
মাহদি হাজিলুইয়ান ৯৭ কেজির ফাইনাল বাউটে কাজাখস্তানের রিজাবেক আইতমুখানের কাছে ১১-৬ পয়েন্টে হেরে রৌপ্য পদক জিতেছেন। ৫৭ কেজিতে আলী হোসেন মোমেনি এবং ৬৫ কেজিতে আব্বাস ইব্রাহিমজাদে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন।
এর আগে ইরানের গ্রেকো-রোমান দল ২০২৪ অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে। সূত্র: তেহরান টাইমস