শিরোনাম
◈ সর্বকালের সেরা ধনী ইলন মাস্ক: ফোর্বসের দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আন্দালিভ রহমান পার্থ ◈ আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? ◈ সাংবাদিক নূরুল কবীরকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ মুগ্ধকে নিয়ে গুজব: আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ (ভিডিও) ◈ সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি এখন ১ লাখ ৪২ হাজার টাকা ◈ এবার ৭ দিনের আল্টিমেটাম দিলো রিকশাচালকরা ◈ গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, তারপরও জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১১:৫০ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে ১১টি ম্যাচ, লড়াইয়ে নামবে রিয়াল-লিভারপুল ও ম্যানসিটির মতো জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ১১টি ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে বিগ ম্যাচে রাতে জায়ান্ট এসি মিলানকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে জাভি আলোনসোর বায়ার লেভারকুজেন। এছাড়া, ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে পর্তুগিজ জায়ান্ট স্পোর্টিং লিসবন। তিনটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দুই ক্লাবের মহারণ রাতে। দ্বিতীয় সর্বোচ্চ ৭টি ট্রফি জেতা এসি মিলানের চেয়ে এই ম্যাচে নিশ্চিতভাবে এগিয়ে রেকর্ড ১৫টি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের এবারের ক্যাম্পেইনে তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে রিয়াল। ভালো ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহামরা। তবে এই মৌসুমে রিয়ালের ‘গলার কাটা’ রক্ষণ। মোটেও ভালো ছন্দে নেই রুডিগার, মিলিতাওরা। তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে রাইট ব্যাক কারভাহালের ইনজুরি।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য সমানে সমান। ১৫ দেখায় ৬টি করে জয় পেয়েছে রিয়াল ও মিলান। তবে রিয়াল মাদ্রিদকে ইতালির ক্লাবটি সবশেষ হারিয়েছিল ২০০৯ সালে। পাশাপাশি এসি মিলানের ফর্মটাও খুব একটা ভালো না। চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে দুটি হেরেছে তারা।

এদিকে, আজ অ্যানফিল্ডে ফিরছেন লিভারপুলের সাবেক মিডফিল্ডার জাভি আলোনসো। তবে বন্ধু বেশে নয়, শত্রু দলের সেনাপতির ভূমিকায়। গত মৌসুমে জার্মান লিগে রেকর্ড গড়ে প্রথমবার আলোনসোর হাত ধরেই লিগ শিরোপা জেতে লেভারকুজেন। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে পেয়েছে তিনটি জয়। তাইতো লিভারপুলের কঠিন পরীক্ষা নেবে দলটি বলাই যায়।

তবে ঘরে মাঠে বরাবরই ফেভারিট লিভারপুর। ক্লপের কাছ থেকে অলরেডদের দায়িত্ব পাবার পর দারুণভাবে মার্সিসাইডের ক্লাবটির দায়িত্ব সামলেছেন আরনে সল্ট। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে এখন পর্যন্ত শতভাগ জয় লিভারপুলের। ইংলিশ জায়ান্টদের ফরোয়ার্ড লাইন আছেন দারুণ ছন্দে। দলের প্রয়োজনে গোল করছেন সালাহ, নুনেজ, দিয়াজ থেকে শুরু করে রিজার্ভ বেঞ্চে থাকা গ্যাকপোরাও।

রাতে আরেক ইংলিশ জায়ান্ট ফেভারিট হিসেবে মাঠে নামবে পর্তুগিজ পাওয়ার হাউস স্পোর্টিং লিসবনের বিপক্ষে। তবে ইনজুরি বড় দুশ্চিন্তার কারণ সিটির জন্য। কেভিন ডি ব্রুইনা, কাইল ওয়াকারের সাথে, ইনজুরি তালিকায় যুক্ত হয়েছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি, রুবেন দিয়াস, জন স্টোসনের মতো মূল একাদশের ফুটবলাররা।

সেই সুযোগটাই নিশ্চিতভাবে নিতে চাইবে ফর্মে থাকা স্পোর্টিং লিসবন। ১১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেবার আগে তাদের নগর প্রতিদ্বন্দ্বী সিটিকে হারিয়ে নিশ্চিতভাবে রেড ডেভিল সমর্থকদের অগ্রিম আনন্দ দিতে চাইবেন কোচ আমোরিম।

এছাড়া, রাত পৌনে বারোটায় রয়েছে দুটো ম্যাচ। স্লোভান ব্রাতিসলাভার মুখোমুখি হবে ডাইনামো জাগরেব এবং পিএসভির বিপক্ষে নামবে জিরোনা। রাত দুইটায় মাঠে নামবে য়্যুভেন্তাস-লিলে, সেল্টিক-লাইপজিগ, বোলোনগা-মোনাকো, বরুশিয়া ডর্টমুন্ড-স্টার্ম গ্রাজ, শাখতার দোনেস্কৎ-ইয়াং বয়েজ। এছাড়া অ্যাস্টন ভিলার মাঠে নামবে ক্লাব ব্রাজেসের বিপক্ষে। তথ্যসূত্র, যমুনা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়