শিরোনাম
◈ তর্কে জড়ালেন হাসানুল হক ইনু , হাতকড়া খুলে দিল পুলিশ ◈ মাগুরায় শিশু ধর্ষণ: সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন মেয়েটির মা ◈ কত কোটি টাকা আছে হাসিনা ও আওয়ামী লীগের অবরুদ্ধ ২৭ ব্যাংক হিসাবে? ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ, প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ ◈ সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না: তারেক রহমান ◈ ‌‌‘নির্দিষ্ট কোনো সরকার নয়, আমাদের সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য, ◈ মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ,  মুস্তফা কামালসহ ৩২ জনের নামে দুদকের মামলা ◈ ‘হারুনের ভাতের হোটেল’ নামটি যেভাবে এল, এখন কী হয় সেই কক্ষে ◈ আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সেরা একাদশে ভারত ও নিউজিল্যান্ডের আধিপত্য ◈ পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ০৭:১৩ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ক্রিকেটে বরিশালের বিরুদ্ধে রাজশাহীর লিড

স্পোর্টস ডেস্ক: আগের দিনই বরিশাল বিভাগ ২০৫ রানে অল আউট হয়েছিল। জবাবে ১ বলের জন্য নেমে কোনো উইকেট না হারিয়েই রাজশাহী বিভাগ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। তৃতীয় দিনে তারা ২৭৫ রান করে অল আউট হয়েছে। ফলে তারা ৭০ রানের লিড নিশ্চিত করেছে।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বরিশাল ৩ ওভারে ১০ রান করে দিনের খেলা শেষ করেছে। আব্দুল মজিদ ৮ ও ইফতেখার হোসেন ১ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। এদিকে দিনের শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাব্বির হোসেনকে হারায় রাজশাহী।- ক্রিকফ্রেঞ্জি

এরপর হাবিবুর রহমান ও মিজানুর রহমান মিলে যোগ করেন ৪১ রান। হাবিবুর ফেরেন ২৭ রান করে। আর মিজানুরের ব্যাট থেকে সেছে ২১ রান। এরপর ফরহাদ হোসেন ৭ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে রাজশাহী।

যদিও মেহরব হোসেন ও প্রিতম কুমারের ব্যাতে দুশো পেরিয়ে লিডের স্বপ্ন দেখে দলটি। প্রিতম পেতে পারতেন সেঞ্চুরি। তিনি ১৪৯ বলে ৮০ রান করে আক্ষেপে পুড়েছেন। এরপর নিহাদ উজ জামানের ৩৩ ও ওয়াসি সিদ্দিকির অপরাজিত ৩৪ রানে ভালো লিড নিশ্চিত করে রাজশাহী।

বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রুয়েল মিয়া ও সালমান হোসেন ইমন। দুটি উইকেট পেয়েছেন মঈন খান আর একটি করে উইকেট পান তানভির ইসলাম ও মইনুল ইসলাম। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হওয়া এই ম্যাচের শেষদিনে নাটকীয় কিছু না হলে নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়