শিরোনাম
◈ শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ ◈ মারা গেলেন পোপ ফ্রান্সিস ◈ বাংলাদেশের নতুন বাঁধ নিয়ে ভারতের উদ্বেগ, সীমান্তে প্রতিনিধিদল (ভিডিও) ◈ আগামী নির্বাচনে অংশ নিতে চান শাজাহান খান ◈ চাঁনখারপুল গণহত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ প্রতিবেদন ◈ এবার ব্যাংক হিসাব তলব মডেল মেঘনা আলমের ◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসপানিওলের বিরুদ্ধে ৩-১ গোলে জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ ফুটবলে দুর্দান্তভাবে এগিয়ে চলেছে বার্সেলোনা। দলটি গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে   রোববার (৩ নভেম্বর) রাতে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে ৩-১ গোলে। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করল বার্সেলোনা।

রোববার রাতে ঘরের মাঠে স্বাগতিকদের তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ৮ মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন এসপানিওলের জাভি পুয়াদো।

চলমান লা লিগায় ১২তম ম্যাচে ১১তম জয় পাওয়া বার্সা ওলমোর করা প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই তিন সুযোগের দুটি নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো, একবার বার উঁচিয়ে মেরে ও আরেকবার সোজা গোলকিপারের হাতে তুলে দিয়ে। ওলমোর দুই সুযোগ নষ্টের মাঝে লামিনে ইয়ামালের ২০ গজি শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া। এদিকে চলতি মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়া করেছেন ১১ তম গোল।

এই জয়ের পর ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়